
Horoscope 27th March 2023: আজ ২৭শে মার্চ সোমবার- রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন। জেনেনিন একনজরে।
মেষ রাশি (ARIES): অফিসের কাজ বাদেও মন উপভোগ করে এমন কাজ করুন। ধৈর্য্য ধরুন আপনার আর্থিক সমস্যাও কেটে যাবে।
বৃষভ রাশি (TAURUS): যেকোনো খাতে বিনিয়োগ ভেবে চিন্তে করবেন। কিন্তু প্রেমের জন্য দিনটি ভালো যাবে।
মিথুন রাশি (GEMINI): মন ভালো রাখতে নিজের খুশি গুলো অন্যদের সঙ্গে ভাগ করে নিন। ব্যবসায়িক বা আইনি কাগজপত্র আজ ভালো করে পড়ে তারপর সই করবেন।
কর্কট রাশি (CANCER): আজ ডাক মাধ্যমে আপনি খুব ভালো সংবাদ পেতে পারেন। অন্যদিকে আবার নতুন ভাবে প্রেমে পড়ার সম্ভাবনাও আছে।
সিংহ রাশি (LEO): বিপদ এড়িয়ে চলতে হলে ঘরের কাজ করার সময় বিশেষ যত্ন নিন। যদিও আর্থিক দিক থেকে দিনটি ভালো যাবে।
কন্যা রাশি (VIRGO): নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন। এছাড়াও কর্মক্ষেত্রে আপনার ভুল স্বীকার আপনারই অনুকূলে যাবে।
তুলা রাশি (LIBRA): মন ভালো থাকবে এমন কাজে নিজেকে নিযুক্ত করুন। যদিও প্রিয়জনের থেকে দূরত্ব আজ আপনার কষ্টের কারন হবে।
বৃশ্চিক (SCORPIO): কর্মক্ষেত্রে আপনি আজকে ভাল অর্থ উপার্জনের সুযোগ পাবেন। একই সঙ্গে জ্ঞান ও উত্তম রসবোধের জন্য আপনি চারপাশের মানুষের মনে রেখাপাত করবেন এটাও নিশ্চিত।
ধনু রাশি (SAGITTARIUS): আর্থিক উন্নতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। একইসঙ্গে পেশাদার ক্ষেত্রে দায়িত্ববৃদ্ধির সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে।
মকর রাশি (CAPRICORN): আধ্যাত্মিক ও শারীরিক উন্নতির জন্য ধ্যান আবশ্যিক। অর্থ বিনিয়োগেও যত্নবান হোন নইলে ক্ষতির সম্ভাবনা প্রবল।
কুম্ভ রাশি(AQUARIUS): কর্মক্ষেত্রে ও সংসারে বিরোধ কিছু চাপের সৃষ্টি করতে পারে। যদিও ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো।
মীন রাশি (PISCES): আত্মবিশ্বাসী হোন সেটাই আপনার জীবনের উন্নতির কারন হবে।সাবধান,প্রেমের সম্মুখীন অত্যন্ত উত্তেজক পূর্ণ হলেও বেশিক্ষণ টিকবে না।