×
Horoscopeকন্যাকর্কটকুম্ভতুলাধনুবৃশ্চিকবৃষভমকরমিথুনমীনমেষসিংহ

Horoscope 25th October 2022: রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন, মিলিয়ে নিন ভাগ্যফল

আজ ২৫শে অক্টোবর মঙ্গলবার- রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন। জেনেনিন একনজরে।

মেষ রাশি (ARIES): শরীর ও মনের বিকাশের জন্য প্রতিদিন ধ্যান করুন। খুচরো ও পাইকারী বিক্রেতাদের জন্য দিনটি ভালো।

বৃষভ রাশি (TAURUS): একঘেয়েমি দূর করতে বন্ধুবান্ধব ও পরিবারের সান্নিধ্য লাভ করুন। দীর্ঘ স্থায়ী লাভের জন্য স্টক ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন।

মিথুন রাশি (GEMINI): আজ আপনার দয়ালু স্বভাব আপনার জন্য অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে নিশ্চিত। কিন্তু আপনার দ্বারা ভুল ভাব বিনিময় বা বার্তা আপনার দিনটি নিষ্প্রাণও করে দিতে পারে।

কর্কট রাশি (CANCER): কর্মক্ষেত্রের যেকোনো কিছু আজ আপনার পক্ষেই থাকবে বলে মনে হয়। আবার শরীর ভালো রাখতে ঊর্ধ্ব রক্তচাপের রোগীরা ধ্যানও করতে পারেন।

সিংহ রাশি (LEO): আর্থিক দিক থেকে দিনটি ভালো। এমন মানুষদের থেকে নিজেকে দূরে রাখুন যাঁরা আপনাকে কুঅভ্যাস দিয়ে প্রভাবিত করতে পারে।

কন্যা রাশি (VIRGO): আজ আপনি আপনার সন্তানের জন্য অত্যন্ত গর্ববোধ করবেন। নিজের শরীর ভালো রাখতে যেকোনো ভ্রমন থেকে বিরত থাকুন।

তুলা রাশি (LIBRA): কাজের ক্ষেত্রে আপনার ভুল স্বীকার আপনারই অনুকূলে থাকবে। যদিও আপনার জ্ঞান ও উত্তম রসবোধ আপনার চারপাশের মানুষদের মনে রেখাপাত করবে।

বৃশ্চিক (SCORPIO): বন্ধু -বান্ধবদের সঙ্গে আড্ডা সুখকর হবে,কিন্তু অতিরিক্ত খাওয়া ও মদ্যপান থেকে নিজেকে বিরত রাখবেন। অপরদিকে যারা দুধ শিল্পের সঙ্গে যুক্ত তাদের আর্থিক ভাবে অনেক লাভ হবেই।

ধনু রাশি (SAGITTARIUS): কর্মক্ষেত্রে যোগ্য কর্মীদের পদোন্নতি ও আর্থিক লাভ হবে নিশ্চিত। অথচ পারিবারিক চিকিৎসার খরচও বৃদ্ধি পাবে।

মকর রাশি (CAPRICORN): আপনার মুগ্ধকারী আচরণ অন্যদের মনোযোগ আকর্ষণ করবে নিশ্চিত। কিন্তু আজ মা-বাবার স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে।

কুম্ভ রাশি(AQUARIUS): ভদ্র ব্যবহারের জন্য আজ আপনি প্রশংসা পেতে পারেন। একই সঙ্গে প্রিয়জনের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে যেকোনও রকম বচসা এড়িয়ে চলুন।

মীন রাশি (PISCES): কথা সংযত ভাবে বলুন যাতে বয়স্ক গুরুজনেদের অভিমানে আঘাত না লাগে। অপরদিকে মানসিক তৃপ্তির জন্য ধর্মীয় কাজে অর্থ ব্যায় করতে পারেন।