×
Horoscopeকন্যাকর্কটকুম্ভতুলাধনুবৃশ্চিকবৃষভমকরমিথুনমীনমেষসিংহ

Horoscope 24th October 2022: রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন, মিলিয়ে নিন ভাগ্যফল

আজ ২৪শে অক্টোবর সোমবার। রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন। জেনেনিন একনজরে।

মেষ রাশি (ARIES): শরীর সুস্থ রাখতে যেকোনও নেশা থেকে নিজেকে দূরে রাখুন। এছাড়াও সংসারের শান্তির জন্য আপনার স্ত্রীর সঙ্গে যেকোনো প্রকারের বিতর্ক এড়িয়ে চলুন।

বৃষভ রাশি (TAURUS): শারীরিক ও মানসিক শান্তি বজায় রাখতে ধ্যান করুন। আবার ব্যবসায়িক লাভের ক্ষেত্রে অংশীদাররা যথেষ্ট সহায়ক হবে নিশ্চিত।

মিথুন রাশি (GEMINI): আজ আপনি আত্মীয় বা নিকট কোনো বন্ধুর থেকে অপ্রত্যাশিত উপহারও পেতে পারেন। তা’বাদে খালি সময়ের আনন্দ উপভোগ করতে অচেনা পরিবেশ বেছে নিতে পারেন।

কর্কট রাশি (CANCER): নিশ্চিত ভাবে বলা যায় যে বাড়তি পয়সা উপার্জনের জন্য আজ আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার অত্যন্ত উপযোগী হবে। একই সঙ্গে প্রেমের সু-সম্পর্কের জন্যও দিনটি আদর্শ।

সিংহ রাশি (LEO): শরীর ভালো রাখতে তেলমশলা ও উচ্চ কোলেস্টেরল যুক্ত খাবার এড়ানোর চেষ্টা করুন। আর্থিক পরিস্থিতি ভালোই থাকবে কিন্তু বুঝে শুনে ব্যয় আবশ্যিক।

কন্যা রাশি (VIRGO): আজ আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করতে পারেন। একই সঙ্গে নিজের রাগকে নিয়ন্ত্রনে রাখুন পারিবারিক শান্তি বজায় রাখতে।

তুলা রাশি (LIBRA): আপনার স্বাস্থ্য আজ ভালোই থাকবে। কর্মক্ষেত্রেও সঠিক স্থানে আপনার কাজের দক্ষতা ও প্রতিভার প্রদর্শন করুন শীঘ্রই উন্নতি পাবেন।

বৃশ্চিক (SCORPIO): আপনার দয়ালু স্বভাবের কারনে আজ আপনি অনেক খুশির মুহূর্ত পেতে পারেন। আরও বেশি অর্থ উপার্জন করতে বিনিয়োগে যত্ন নিন।

ধনু রাশি (SAGITTARIUS): আশাবাদী হোন এবং যেকোনো কিছুর উজ্জ্বল দিকটি দেখুন। মা-বাবার অসুস্থ্যতার কারনে আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে।

মকর রাশি (CAPRICORN): কর্মক্ষেত্রে কার্য দক্ষতা বাড়াতে অবশ্যই নতুন প্রযুক্তির ব্যবহার করুন। বিবাহিতদের জীবনে যৌন আবেদন আজ আকাঙ্খিত ফল দেবে নিশ্চিত।

কুম্ভ রাশি(AQUARIUS): যারা আপনাকে ভালোবাসেন ও যত্ন করেন তাদের সঙ্গে যথেষ্ট সময় কাটান। অন্যদিকে আপনার প্রেমিকা আজ তার পারিবারিক সমস্যার কারনে মানসিক চাপে থাকতে পারে,সাহায্য করুন।

মীন রাশি (PISCES): একটি নতুন পারিবারিক উদ্যোগ শুরু করার পক্ষে শুভ দিন। কিন্তু সাবধান হোন ঘুমন্ত আবস্থায় দেখা সমস্যাগুলো জেগে উঠে মানসিক চাপ বাড়াতে পারে।