Horoscope 16th March 2023: রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন, মিলিয়ে নিন ভাগ্যফল

Horoscope 16th March 2023: আজ ১৬ ই মার্চ বৃহস্পতিবার। রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন। জেনেনিন একনজরে।
মেষ রাশি (ARIES): হাওয়ার প্রাসাদ বানিয়ে সময় নষ্ট করবেন না। প্রেমিকের সাথে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
বৃষভ রাশি (TAURUS): অত্যাধিক দুশ্চিন্তা রক্তচাপের কারণ হবে। আজ চকোলেট উপহার পেতে পারেন।
মিথুন রাশি (GEMINI): আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে। আর্থিক দিন দিয়ে সবল থাকবেন।
কর্কট রাশি (CANCER): কোনো পরিচিতের স্বার্থপর ব্যবহার আপনাকে কষ্ট দেবে। আর্থিক অভাবের মধ্যে প্রয়োজনীয়তা দেখা যাবে।
সিংহ রাশি (LEO): আজ আমোদ প্রমোদ দিন। কারোর সাথে সাক্ষাৎ হতে পারে।
কন্যা রাশি (VIRGO): আজকে বিনোদন সংক্রান্ত কার্যকলাপ হবে। আসন্ন সময়ে কোনও কিছুর মুখোমুখি হতে পারেন।
তুলা রাশি (LIBRA): আত্ম বিকাশের প্রকল্প গুলিতে শক্তি বিনিয়োগ করুন। আর্থিকভাবে সহায়তা করতে পারেন।
বৃশ্চিক (SCORPIO): সাম্প্রতিক কালে হতাশবোধ করতে পারেন। অর্থ সম্পর্কিত সমস্যার সমাধান হতে পারে।
ধনু রাশি (SAGITTARIUS): আপনার রসিক আত্মীয়স্বজন আপনার দুশ্চিন্তা দূর করবে। ভাইবোনের সহায়তায় আর্থিক সুবিধা পাবেন।
মকর রাশি (CAPRICORN): আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলতে পারেন। আপনাকে আজ বড় পরিমান ঋণ দিতে হবে।
কুম্ভ রাশি(AQUARIUS): দুর্দশায় থাকা কাউকে সাহায্য করুন। জমিজমায় বিনিয়োগ করা উচিত।
মীন রাশি (PISCES): বাচ্চারা আপনার সন্ধ্যেটা উজ্জ্বল করবে। নিষ্প্রাণ কর্মব্যস্ত দিনকে বিদায় জানান।