Horoscope 15th August 2022: রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন, মিলিয়ে নিন ভাগ্যফল

আজ ১৫ই অগাস্ট সোমবার- রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন। জেনেনিন একনজরে।
মেষ রাশি (ARIES): স্ত্রীর সাথে পারিবারিক সমস্যা ভাগ করে নিন তাতে মানসিক শান্তি পাবেন। আর্থিক ক্ষেত্রেও আপনার জন্য আজকের দিনটি শুভ।
বৃষভ রাশি (TAURUS): সামাজিক জীবনের থেকেও নিজের স্বাস্হ্যর প্রতি বেশি যত্নবান হন। আজ স্ত্রীর অসুস্থতা আপনার উদ্বেগের কারণ হতে পারে।
মিথুন রাশি (GEMINI): আপনার সযত্নেলালিত স্বপ্ন আজ সত্যে পরিণত হতে পারে। রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে।
কর্কট রাশি (CANCER): নিজেকে আরো আশাবাদী হতে প্রেরণা জোগান। আপনি আপনার বন্ধুদের সঙ্গে আজ সুন্দর সময় কাটাবেন কিন্তু ড্রাইভিং-এর সময় অতিরিক্ত যত্ন নিতে হবে।
সিংহ রাশি (LEO): ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত গ্রহণ করুন নইলে শারীরিক সমস্যায় পড়তে পারেন। এছাড়াও আর্থিক কোনো সমস্যা থাকলে সেটি দূর হবে।
কন্যা রাশি (VIRGO): আজ আপনার স্বাস্থ্য ভালোই থাকবে। কাছের মানুষদের সঙ্গে যেকোনো ধরণের বিতর্ক এড়িয়ে চলুন সম্পর্ক ভালো থাকবে।
তুলা রাশি (LIBRA): অকারন চিন্তাভাবনা থেকে দূরে থাকুন তাতে আপনার মানসিক শান্তি বজায় থাকবে। উপরি টাকা উপার্জন হলে জমিবাড়িতে বিনিয়োগ করুন।
বৃশ্চিক (SCORPIO): অপ্রয়োজনীয় ব্যাপারে তর্ক করে সময় নষ্ট করবেন না। আপনার উদাসীনতার কারনে পারিবারিক দিক থেকে কিছু সমস্যা তৈরি হতে পারে।
ধনু রাশি (SAGITTARIUS): পারিবারিক লোকজন দের মত নিয়ে অর্থ বিনিয়োগ করবেন। কর্মক্ষেত্রে কারুর সাথে মন লাগাবেন না,নাহলে পরবর্তীতে আপনি বদনামী হবেন।
মকর রাশি (CAPRICORN): মানসিক ও শারিরীক শক্তি বৃদ্ধির জন্য আপনার সঠিক ভাবে খাওয়া দাওয়া ও বিশ্রামের প্রয়োজন। পরিবার এবং বন্ধুদের সান্নিধ্য আপনার দিনটিকে আজ আনন্দে ভরিয়ে তুলবে।
কুম্ভ রাশি(AQUARIUS): দুরাভাস গামী যে কোনো বার্তা আপনার জন্য লাভ জনক। যদিও শারীরিক ও মানসিক সুস্থতার জন্য ধ্যান বা যোগের প্রয়োজন রয়েছে।
মীন রাশি (PISCES): অযথা চিন্তা করে নিজের শরীরকে খারাপ করবেন না। আজকে করা বিনিয়োগ আপনার সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তাকে দৃঢ় করবে