×
Horoscopeকন্যাকর্কটকুম্ভতুলাধনুবৃশ্চিকবৃষভমকরমিথুনমীনমেষসিংহ

Horoscope 13 March 2023: রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন, মিলিয়ে নিন ভাগ্যফল

আজ ১৩ ই মার্চ সোমবার- রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন। জেনেনিন একনজরে।

মেষ রাশি (ARIES): ধ্যান দৈনন্দিন জীবনে সমস্যার পরিত্রাণ আনবে। এমনকি আপনি আপনার ভাই-বোনের থেকে আর্থিক সুবিধাও পাবেন।

বৃষভ রাশি (TAURUS): ভবিষ্যৎ পরিকল্পনা গোপন রাখুন সাফল্য আসবে। প্রেমের জন্যও দিনটি ভালো।

মিথুন রাশি (GEMINI): বৈবাহিক জীবন মধুর হবে। কিন্তু মা-বাবার অসুস্থতার জন্য আপনাকে সমস্যায় পড়তে হতে পারে।

কর্কট রাশি (CANCER): আজকের দিনটি ভালোই যাবে। আবার কর্মক্ষেত্রে আপনার দক্ষতা প্রদর্শনেরও সুযোগ পাবেন।

সিংহ রাশি (LEO): বদ অভ্যাস ত্যাগ করুন নইলে বড় সমস্যায় পড়তে পারেন। যদিও প্রেমের জীবনে আশা আনবে।

কন্যা রাশি (VIRGO): যেকোনো প্রকারের বিতর্ক থেকে নিজেকে দূরে রাখুন। অতীতের বিনিয়োগে যথেষ্ট লাভ পাবেন আশাকরা যায়।

তুলা রাশি (LIBRA): আইটি চাকুরীজীবীরা আজকে বিদেশ থেকে চাকুরীর ডাক পেতে পারেন। অতিরিক্ত সময়ে বই পড়ার অভ্যেস করুন মন ভালো রাখতে।

বৃশ্চিক (SCORPIO): প্রাচীন জিনিস ও গয়নায় বিনিয়োগ লাভজনক হবে। কর্মক্ষেত্রে সকলের সহযোগিতা লাভের সুখও পেতে পারেন।

ধনু রাশি (SAGITTARIUS): শরীর ভালো রাখতে হলে সুযোগ মতন একটু বিশ্রাম নিন। একইসঙ্গে স্ত্রীকেও যথেষ্ট সময় দিন বিবাহিত জীবন সুখের হবে।

মকর রাশি (CAPRICORN): বন্ধুরা সহায়ক হবে। আজ আপনি অর্থ জমা ও সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন।

কুম্ভ রাশি(AQUARIUS): অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্থ্যের বিকাশ ঘটতে পারে। আজকে সেরা দিন।

মীন রাশি (PISCES): সন্তানের জন্য কিছু পরিকল্পনা করুন। কাজের ফাঁকে আরাম করার চেষ্টা করুন।