
Horoscope 10th April 2023: আজ ১০ই এপ্রিল সোমবার- রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন। জেনেনিন একনজরে-
মেষ রাশি (ARIES): যেকোনো সম্পত্তি বা জমি সংক্রান্ত বিনিয়োগে যত্নবান হোন। প্রেমের জন্য দিনটি শুভ।
বৃষভ রাশি (TAURUS): একাধিক উৎস থেকে আর্থিক লাভ হতে পারে। একইসঙ্গে ভ্রমনে যথেষ্ট আনন্দ ও শিক্ষা লাভ করবেন।
মিথুন রাশি (GEMINI): ব্যাবসায়ীদের জন্য দিনটি খুব ভালো। কিন্তু অতীতের সমস্যা গুলিকে ফেলে না রেখে সমাধান করার চেষ্টা করুন ভালো হবে।
কর্কট রাশি (CANCER): আপনার কাজ কর্মক্ষেত্রে প্রশংসা কুড়োবে। ভাবনা চিন্তা করে ব্যায় করবেন নইলে সমস্যায় পড়বেন নিশ্চিত।

সিংহ রাশি (LEO): আজকের গোটা দিনটি আপনার সমস্যাপূর্ণ ভাবেই কাটবে। যদিও মনকে শক্ত করলে কষ্ট কম হবে বলে মনেহয়।
কন্যা রাশি (VIRGO): মানসিক ও শারীরিক সুস্থ্যতা বজায় রাখতে প্রতিদিন ধ্যান করুন। বাসস্থানের পরিবর্তনের জন্য দিনটি শুভ।
তুলা রাশি (LIBRA): প্রেমের জন্য দিনটি খুব ভালো যাবে। এছাড়া যারা শিল্প বা নাটকের সঙ্গে যুক্ত আছেন তাঁদের সৃষ্টিশীলতার অস্বাভাবিক বিকাশ ঘটবে।
বৃশ্চিক (SCORPIO): সাময়িক স্বাস্হ্যভঙ্গ আপনার জন্য কিছু সমস্যার সৃষ্টি করবে। কিন্তু অবশ্যই যেকোনো সমস্যায় অভিজ্ঞদের মতামত নিন।
ধনু রাশি (SAGITTARIUS): মাইগ্রেনের রোগী যারা আছেন,খাবার সম্পর্কে সঠিক যত্ন নিন। কিছু আইনি পরামর্শ নিতে কোন আইনজীবীর কাছে যাওয়ার পক্ষেও দিনটি ভালো।
মকর রাশি (CAPRICORN): অযথা অর্থ ব্যয় করবেন না। সাময়িক সঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো রাখতে ব্যাক্তিগত ব্যাপারে আলোচনা একটু কম করবেন।
কুম্ভ রাশি(AQUARIUS): শুরু হওয়া নির্মাণ কাজ আজই আপনার প্রত্যাশা মতোই শেষ হবে। অন্যদিকে আপনার সুন্দর ব্যবহার পারিবারিক জীবনকেও আরও বেশিকরে আলোকিত করবে।
মীন রাশি (PISCES): আশাবাদী হোন এবং জীবনের উজ্জ্বল দিকটি দেখুন। সাবধান পরিবারের কোন মহিলা সদস্যের স্বাস্হ্য আপনার দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে।