×
Finance

ট্রাক্টরের ছবি দেওয়া পুরনো ৫ টাকার নোট আছে? থাকলে রাতারাতি হতে পারেন লাখপতি! জানুন বিস্তারিত

বাড়ি বসেই কি আপনি লাখ লাখ টাকা রোজগার করতে চান? কোনো ব্যবসা বা শরীরের কসরত করে চাকরি করতে হবে না। বরং আপনার কাছে থাকা একটি মাত্র ৫ টাকার নোট বিক্রি করে হয়ে উঠতে পারেন একদিনেই কয়েক লক্ষ টাকার মালিক। বাড়ি বসে শুধু মাত্র আপনাকে একটি বিশেষ নোট বিক্রি করতে হবে। অবশ্যই সেই নোটের কিছু বিশেষত্ব থাকবে তাইলেই আপনি সেই নোট বিক্রি করতে পারবেন।

ট্রাক্টরের ছবি দেওয়া পুরনো ৫ টাকার নোট আছে? থাকলে রাতারাতি হতে পারেন লাখপতি! জানুন বিস্তারিত -

১৯৭০ বা ১৯৮০ সালের ৫ টাকার নোটের পিছনে যদি ট্রাক্টরের (Tractor Image) ছবি থাকে তাহলে প্রতি নোট আপনি ১ লক্ষ পর্যন্ত বিক্রি করতে পারবেন। এছাড়াও ৫ টাকার তিনটি নোটের যদি শেষে 786 নম্বর থাকে, তাহলে সেগুলি ৩ লাখ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন। কিন্তু কিভাবে বিক্রি করবেন এই নোট? আর কোথায় বা বেচা-কেনা হয়?

ট্রাক্টরের ছবি দেওয়া পুরনো ৫ টাকার নোট আছে? থাকলে রাতারাতি হতে পারেন লাখপতি! জানুন বিস্তারিত -

আপনি অনলাইনে বাড়িতে বসেই Indiamart.com, Coinbazar, OLX এর মতো কিছু সাইটের মাধ্যমে সেই নোট গুলি বিক্রি করতে পারবেন। কোন কোন পদক্ষেপ অনুসরণ করতে হবে আপনাকে দেখে নিন-

১) নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে নিজেকে প্রথমে বিক্রেতা হিসেবে রেজিস্টার করুন।

২) নিজের যাবতীয় তথ্য দিয়ে লগইন করতে হবে।

৩) যে বা যতগুলি নোট বিক্রি করতে চান তাঁদের একটা ভালো ও স্বচ্ছ ফটো তুলে ওয়েবসাইটের নির্দিষ্ট জায়গায় আপলোড করে দিতে হবে।

৪) যিনি ক্রেতা আছেন বা যারা এই ধরনের নোট কিনতে চান তাঁরা আপনার এই ফটো দেখবেন ও তারপরে মেসেজ করে কথা বার্তা এগোবে।

৫) দাম নির্ধারণ হবে ও সব কিছু ঠিকঠাক হলে আপনি আপনার নোট সেই ব্যক্তির কাছে বিক্রি করে দেবেন।

ট্রাক্টরের ছবি দেওয়া পুরনো ৫ টাকার নোট আছে? থাকলে রাতারাতি হতে পারেন লাখপতি! জানুন বিস্তারিত -

নিচে আপনাদের সুবিধার জন্য সেই ধরণের পাঁচ টাকার নোটের ফটো তুলে দেখানো হলো। আপনার কাছে যদি এই নোট থেকে থাকে আর ভুলেও খরচ করবেন না। তবে অনলাইনে কেনা-বেঁচা সম্পূর্ণ নিজের দায়িত্বে। এর মধ্যে Humppy কোনোভাবেই জড়িত নন।