Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Finance

২ টাকার এই পুরনো কয়েন আছে? থাকলে পেতে পারেন লক্ষাধিক টাকা! ক্লিক করে জানুন বিস্তারিত

যা গরম পড়েছে তাতে বাইরে বেরিয়ে কাজ করা কার্যত অসম্ভব হয়ে উঠেছে। সে ক্ষেত্রে বাড়ি বসেই টাকা রোজগার করার কথা চিন্তা করতে হবে। বাড়ি বসেই কি আপনি লাখ লাখ টাকা রোজগার করতে চান? সে সুযোগ আছে তবে শুধুমাত্র আপনার কাছে থাকতে হবে একটি মাত্র ২ টাকার কয়েন। সাধারণ কোনো কয়েন নয় একটি বিশেষ কয়েন। সেই কয়েন বিক্রি করে হয়ে উঠতে পারেন একদিনেই কয়েক লক্ষ টাকার মালিক।

এই ধরণের অফার সচরাচর মিস করবেন না। অবিলম্বে আপনি বাড়ি বসে লক্ষ টাকার মালিক হতে পারেন। তবে বিশেষ সেই কয়েনের কি কি বৈশিষ্ট থাকবে জানেন? আপনার কাছে যদি ১৯৯৪ সালের প্রকাশ পাওয়া ২ টাকার বিশেষ কয়েন থাকে তাহলেই বাজিমাত। ওই মুদ্রাটির একটি গুরুত্বপূর্ণ দিক হলো, এর পিছনের দিকে ভারতবর্ষের একটি নকশা রয়েছে।

২ টাকার এই পুরনো কয়েন আছে? থাকলে পেতে পারেন লক্ষাধিক টাকা! ক্লিক করে জানুন বিস্তারিত

শুধু তাই নয়, ওই নকশার মধ্যে ভারতের একটি মানচিত্রও যুক্ত করা আছে। সব মিলিয়ে এই কয়েন অত্যন্ত বিরল। আপনি অনায়েসেই লক্ষ লক্ষ টাকায় বিক্রি করতে পারবেন। কিন্তু কোথায় ও কিভাবে বিক্রি করবেন এই কয়েন? আপনি অনলাইনে বাড়িতে বসেই Indiamart.com, Coinbazar, OLX, Quikr -এর মতো কিছু অনলাইন অ্যাপের মাধ্যমে সেই নোট গুলি বিক্রি করতে পারবেন।

তার জন্য বিশেষ কিছু কাজ আপনাকে করতে হবে। নিচে দেওয়া বিশেষ পদক্ষেপ গুলি অনুসরণ করুন –

১) নির্দিষ্ট অ্যাপ ডাউনলোড করে লগ ইন করুন।

২) নিজেকে প্রথমে বিক্রেতা হিসেবে রেজিস্টার করুন।

৩) ব্যক্তিগত যাবতীয় তথ্য দিয়ে লগইন করতে হবে। যেমন- নাম, বয়স, ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি।

৪) যে বা যতগুলি কয়েন বিক্রি করতে চান তাঁদের একটা ভালো ফটো তুলে নিজের প্রোফাইলে আপলোড করে দিতে হবে।

৫) যিনি ক্রেতা আছেন এই ধরনের কয়েন কিনতে চান তাঁরা আপনার এই ফটো দেখবেন ও তারপরে মেসেজ করে কথা বার্তা এগোবে।

৫) দাম ঠিক হলে আপনি আপনার নোট সেই ব্যক্তির কাছে বিক্রি করে দিতে পারবেন।

বিঃদ্রঃ – তবে অনলাইনে কেনা-বেঁচা সম্পূর্ণ নিজের দায়িত্বে। এর মধ্যে Humppy. com কোনোভাবেই জড়িত নয়।