FinanceNews

পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম, মাত্র 1000 টাকার বিনিয়োগে পাবেন 7 লাখ টাকা! জেনে নিন বিস্তারিত

মধ্যবিত্তের জন্য দুর্দান্ত সুযোগ, পোস্ট অফিসের এই স্কিমে মাত্র 1 হাজার টাকার বিনিয়োগে পেতে পারেন 7 লাখ টাকা, জেনে নিন বিস্তারিত

বর্তমান সময়ে দাঁড়িয়ে সকলে বিভিন্ন ব্যাঙ্কের চেয়েও পোস্ট অফিসের উপর ভরসা করে। কেননা, পোস্ট অফিস এখন সবচেয়ে বেশি রিটার্ন দেয়। পাশাপাশি সুরক্ষিত বটে। এখানে পুরুষ ও মহিলা উভয়ের জন্যই নানান রকমের স্কিম রয়েছে। যা বেশ সুবিধাজনক। তবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি যোজনা হল পোস্টঅফিস ন্যাশনাল সেভিংস স্কিম (Post Office National Savings Certificate)। এই স্কিমে আপনি মোটা অঙ্কের টাকাও পাবেন। চলুন জেনে নেওয়া যাক।

কেউ যদি পোস্ট অফিস থেকে Post Office National Savings Certificate কেনেন তাহলে আপনি মোটা অঙ্কের লাভ পাবেন। আপনি এই স্কিমে ১০০০ টাকা করে বিনিয়োগ করতে পারবেন। বলা চলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের কথা ভেবেই এই স্কিম আনা হয়েছে। যদি দীর্ঘ মেয়াদে কোনো কম স্কিমের বিনিয়োগ করতে চান তাহলে বলা ভালো আজই বিনিয়োগ করুন। এই স্কিমে আপনি ১০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারেন। এই স্কিমে প্রতিবছর ৭.৭ শতাংশ হারে সুদ দেওয়া হয়। গত ১লা এপ্রিল এই স্কিমে সুদের হার বাড়ানো হয়েছে।

আপনি যদি NSC-তে ১০০০ টাকার বিনিয়োগ করেন তাহলে পাঁচবছর পরে আপনি ১,৪৪৯ টাকা পাবেন। এই স্কিমে যদি ৫ লাখ টাকা জমা দেওয়া হয় তাহলে নতুন সুদের হারে ৭,২৪,৫১৭ টাকা পাবেন। তবে, হ্যাঁ ৫ বছর পর এই টাকা পাওয়া যাবে।

পোস্ট অফিসের National Savings Certificate স্কিমে ৭ শতাংশ সুদ ছিল। কিন্তু তা ছিল ২০২৩ সালের ৩১ মার্চ। কিন্তু সেই সুদের হার বাড়ানো হয় ১লা এপ্রিল। এই স্কিমে ৭.৭ শতাংশ হারে সুদ পাওয়া যায়।