Finance

মধ্যবিত্তের জন্য দুর্দান্ত সুযোগ! মেয়ের জন্য মাত্র ২৫০ টাকার বিনিময়ে খুলুন এই স্কিম, পাবেন ৫৬ লাখ

Advertisement
Advertisements

পোস্ট অফিস মানেই মানুষের একটা ভরসার জায়গা তৈরী হয়। আর সেখানে মানুষ বিভিন্ন স্কিমের আওতায় টাকা জমান। তবে সাধারণ মানুষ পর্যন্ত কিন্তু সব স্কিম সঠিকভাবে পৌছায় না। ২০২২-২০২৩ অর্থবর্ষ কিন্তু শুরু হয়ে গেল। সেই কারণে বেশিরভাগ মানুষ আয়কর ছাড় বা Post Office Tax Saving Scheme এর মতো জায়গায় সঞ্চয় করতে বেশি আগ্রহী। এই কারণেই আপনার মেয়ের জন্য এমন একটি দুর্দান্ত স্কিমের খোঁজ নিয়ে হাজির হয়েছি যা শুনে অবশ্যই বেশ অনেকটাই নিশ্চিন্ত হতে পারবেন আপনি।

স্কিমের নাম – সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana)

স্কিমের প্রকারভেদ – এই স্কিম শুধুমাত্র মহিলাদের জন্য।

নূন্যতম কত টাকা দিয়ে একাউন্ট খুলতে হবে – ন্যূনতম ২৫০ টাকা দিয়ে একাউন্ট খুলতে হবে। এক আর্থিক বছরে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্টে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবেন আপনি।

সুদের পরিমান – গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে সুদের হার ছিল ৭.৬ শতাংশ। যা এবার ০.৪ শতাংশ বাড়ানো হয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ৮ শতাংশ হারে সুদ মিলবে।

কবে এই টাকা তুলবেন – সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খোলার ২১ বছর পর ম্যাচিওর হবে। অথবা ১৮ বছর হওয়ার পর মেয়েদের বিয়ের সময় ম্যাচিওর হতে পারে।

সুদের উপরে কোনো কর লাগবে না – সুকন্যা সমৃদ্ধি যোজনায় যে প্রাপ্ত সুদ আপনি পাবেন তাতে কর দিতে হবে না। যে পুরো টাকা ফেরত পাবেন সেটা একদম কর মুক্ত। আপনি আপনার কন্যার নামে ১৫ বছর ধরে প্রতি মাসে যদি ১০,০০০ টাকা করে জমাতে থাকেন তাহলে বছরে জমবে ১.২ লাখ টাকা। যখন আপনার কন্যার বয়স ১৯ হবে, তখন সুকন্যা সমৃদ্ধি যোজনার তরফ থেকে আট শতাংশ সুদ ও আসল মিলিয়ে ৫৬ লাখ টাকা ফেরত পাবেন।