পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম, পেতে পারেন ৫০ লাখ পর্যন্ত রিটার্ন! জানুন বিস্তারিত

পোস্ট অফিসের আবারো দুর্দান্ত স্কিমে গ্রাহকদের জন্য নিয়ে এসেছে লক্ষ লক্ষ টাকা জমানোর সুযোগ। বোনাস থেকে ঋণ কি নেই সেই স্কিমের আয়তায়। LIC থেকে বিভিন্ন রাষ্ট্রীয় ব্যাংক কার্যত ধরাসায়ী এই স্কিমে। তাই আর দেরি না করে পোস্ট অফিসের এই দুর্দান্ত স্কিম সম্পর্কে বিস্তারিত আপনাদের জানানো হলো –
১) স্কিমের নাম – পোস্টাল লাইফ ইন্সুরেন্স
২) বয়স সীমা – ১৯ থেকে ৫৫ বছর বয়সী যে কোনো ব্যক্তি এই স্কিমের আওতায় নিজের নাম লেখাতে পারবেন।
৩) মোট অর্থ – পলিসিধারী ৫০ লক্ষ টাকা পর্যন্ত পেয়ে যাবেন।
৪) পলিসি অর্থ – এই স্কিমে সর্বনিম্ন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত নিশ্চিত করতে পারবেন।
৫) নমিনি – পলিসি চলা কালীন কোনো কারণে পলিসি হোল্ডারের মৃত্যু হয়, তবে সমস্ত টাকা নমিনিকে দেওয়া হবে।
৬) ঋণ দান – প্রথম থেকে ৪ বছর একটানা পলিসি চালানো হলে হোল্ডার ঋণ নেওয়ার সুযোগ পাবেন।
৭) পলিসি বন্ধ – শুরু করার থেকে ৩ বছর পরে বন্ধ করতে পারবেন। কিন্তু ৫ বছরের আগে বন্ধ করেন তবে আপনি বোনাসের সুবিধা পাবেন না।
৮) অধিক সুযোগ – এই পলিসির বিশেষ একটি সুবিধা আছে, ৮০ বছর বয়সেই অ্যাসিওর্ড অ্যামাউন্ট ইনসিওরেন্সের সুবিধা পাবেন।
এই স্কিমে নিজের নাম লেখাবার জন্য অতি অবশ্যই কাছাকাছি পোস্ট অফিসে যোগাযোগ করুন। সাথেই নিজের যাবতীয় নতিপত্র নিয়ে যাবেন।