মধ্যবিত্তের জন্য দুর্দান্ত স্কিম, মাত্র ১৫১ টাকার বিনিয়োগে পেতে পারেন ৩১,০০,০০০ টাকা! কিন্তু কিভাবে? জানুন বিস্তারিত

রূপশ্রী কিংবা কন্যাশ্রী প্রকল্পে সরকারের একাধিক স্কিম আছে। কিন্তু আপনার কন্যার ভবিষ্যতের জন্য কোন স্কিম সবথেকে ভালো হবে সেটা বাছতে গিয়েই খুবই সমস্যা তৈরী হয়। তবে LIC যখন আছে চিন্তা নেই, যে কারণে এবার আপনার কন্যার জন্য দুর্দান্ত একটি স্কিম নিয়ে হাজির হয়েছে। জানেন সেই স্কিম সম্পর্কে? তাহলে চলুন সেই নির্দিষ্ট স্কিম সম্পর্কে আপনাদের জানিয়ে দিচ্ছি যেখানে সামান্য কিছু টাকার বিনিময়ে আপনি লক্ষ লক্ষ টাকা পেয়ে যাবেন।
১) স্কিমের নাম – এল. আই. সি কন্যাদান পলিসি (LIC Kanyadaan Policy)
২) বয়স – কমপক্ষে আপনার মেয়ের বয়স হতে হবে ১ বছর বয়স।
৩) অভিভাবকের বয়স – তবে এই স্কিমে শুধু আপনার মেয়ের বয়স ১ হলেই হবে না, অভিভাবকের বয়স হতে হবে কমপক্ষে ৩০ বছর।
৪) স্কিমের মেয়াদ – এই স্কিমে ২৫ বছরের জন্য আপনাকে টাকা জমাতে হবে। তবে ২২ বছর আপনাকে টাকা দিতে হবে বাকি তিন বছর কোনো প্রিমিয়াম দেওয়ার দরকার নেই।
৫) প্রিমিয়াম – প্রতিদিন মাত্র আপনাকে এই স্কিমে ১৫১ টাকা করে প্রিমিয়াম দিতে হবে। আরও ভালো করে বলতে গেলে প্রতিমাসে ৪৫৩০ টাকা প্রিমিয়াম দেবেন।
৬) মোট রিটার্ন – ২২ বছর প্রতিমাসে ৪৫৩০ টাকা করে প্রিমিয়াম দেওয়ার পরে ২৫ বছর বয়সে আপনি ফেরত পেয়ে যাবেন ৩১,০০,০০০ টাকা।
শুনতে অবাক লাগলেও এল. আই. সি কন্যাদান পলিসি আপনাদের কন্যার জন্য আজই শুরু করে দিন। ২৫ বছর পরে এই অর্থ কিন্তু আপনার কন্যার জীবনে দুর্দান্ত প্রভাব ফেলবে তা বলার অপেক্ষা রাখে না।