Advertisement
FinanceNewsOffbeat

এই সিরিয়াল নম্বরের পুরনো ১০ টাকার নোট থাকলেই বাজিমাত, বিক্রি করলেই পেতে পারেন ৩০ লাখ! জানুন বিস্তারিত

Advertisement
Advertisements

নতুন ব্যবসা শুরু করতে চান? কিন্তু তার জন্য তো দরকার অনেক টাকা। সেই টাকা জোগাড় করতে গিয়েই জীবনে হাপিয়ে উঠবেন। কিন্তু যদি আপনাকে বলি একটা ১০ টাকার নোট থাকলে ৩০ লক্ষ টাকা পর্যন্ত আপনি অনায়েসেই রোজগার করতে পারবেন ঘরে বসে। তারপরে নিজের ইচ্ছা মতো যে কোনো ব্যবসা আপনি শুরু করতে পারবেন। কি ভাবছেন কোনো মজা করছি এই প্রতিবেদনের মধ্যে দিয়ে? না আসলেই একটি পুরনো ১০ টাকার নোট বিক্রি করে আপনারা ৫ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন।

কোটিপতি হতে গেলে কিন্তু আপনার লাগবে একটি অত্যন্ত ইউনিক পুরনো ১০ টাকার নোট। এই নোটের বিশেষত্ব হলো এতে ৭৮৬ নম্বরটি কোথাও না কোথাও একটা লেখা থাকতে হবে। যদি নোটের নম্বরের জায়গায় ৭৮৬ লেখা থাকে তাহলে খুবই ভালো। এরকম নোট যদি আপনার কাছে থাকে তাহলে আপনি প্রায় ৫-৬ লক্ষ টাকা পেয়ে যেতে পারেন এই নোট বিক্রি করে।

Advertisements

আবার আপনার কাছে যদি এমন ৫ টি ১০ টাকার নোট থাকে, তাহলে আপনি ৩০ লাখ টাকা আয় করতে পারেন। তবে ঘরে বসে কিভাবে বিক্রি করবেন জানেন? আপনি অনলাইনে coin Bazar, ebay, Quicker এর মাধ্যমে এই নোট বিক্রি করবেন। নিচে সেই পদ্ধতি ধাপে ধাপে জানিয়ে দেওয়া হলো

Advertisements

১) নিজের পছন্দ মতো ওয়েবসাইটে গিয়ে প্রথমে বিক্রেতা হিসেবে রেজিস্টার করতে হবে।

২) তারপর নিজের যাবতীয় তথ্য দিয়ে লগইন করুন।

৩) যে নোট বিক্রি করতে চান তার একটা স্বচ্ছ ফটো তুলে ওয়েবসাইটে আপলোড করে দিন।

৪) যে বা যারা সেই নোট কিনতে চান তাঁরা আপনার এই ফটো দেখবেন।

৫) নির্দিষ্ট ব্যক্তিগত মেসেজ করার জায়গা আছে কথা বার্তার মাধ্যমে দাম ঠিক হবে ও বিক্রি করে দেবেন।

বিঃদ্রঃ – তবে জানিয়ে রাখি অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ নিজের দায়িত্বে লেনদেন ও বিক্রি করবেন। এর মধ্যে আমাদের প্রতিবেদনের কোনো রকম হাত নেই।