×
Finance

মধ্যবিত্তের জন্য দুর্দান্ত সুযোগ, মাত্র ১০ হাজার টাকার বিনিয়োগে পেতে পারেন ১৬ লাখ! রইল বিস্তারিত

পোস্ট অফিস নামের মধ্যে দিয়ে মানুষের একটা ভরসার জায়গা তৈরী হয়। আর সেখানে মানুষ বিভিন্ন স্কিমের আওতায় টাকা জমান। তবে সাধারণ মানুষ পর্যন্ত সব স্কিম সঠিকভাবে পৌছায় না। ২০২২-২০২৩ অর্থবর্ষ কিন্তু শেষ হতে চলেছে। সেই কারণে বেশিরভাগ মানুষ আরও বেশি বেশি অর্থ সঞ্চয়ের স্কিম খুঁজে চলেছেন। আজ খুব স্বল্প বিনিয়োগে এমন একটি স্কিমের কথা বলবো যেখানে প্রচুর রিটার্ন পাওয়া যাবে।

মধ্যবিত্তের জন্য দুর্দান্ত সুযোগ, মাত্র ১০ হাজার টাকার বিনিয়োগে পেতে পারেন ১৬ লাখ! রইল বিস্তারিত -

১) স্কিমের নাম – রেকারিং ডিপোজিট স্কিম (Recurring Deposit scheme)

২) বয়স – ১৮ বছর বয়স থেকে যে কেউ এই স্কিমে টাকা জমাতে পারেন। ১০ বছরের শিশুরা তাঁদের অভিভাবকদের সাথে এই একাউন্ট খুলতে পারবেন।

মধ্যবিত্তের জন্য দুর্দান্ত সুযোগ, মাত্র ১০ হাজার টাকার বিনিয়োগে পেতে পারেন ১৬ লাখ! রইল বিস্তারিত -

৩) বয়সের উর্দ্ধসিমা – এই স্কিকে বয়সের কোনো উর্দ্ধ সীমা নেই।

৫) নূন্যতম কত টাকা জমাতে হবে – অন্তত প্রতিমাসে আপনাকে ১০০ টাকা করে জমাতে হবে।

মধ্যবিত্তের জন্য দুর্দান্ত সুযোগ, মাত্র ১০ হাজার টাকার বিনিয়োগে পেতে পারেন ১৬ লাখ! রইল বিস্তারিত -

৬) সুদের পরিমান – ৫.৫% হারে আপনি ফেরত পাবেন। তবে প্রতি তিন মাস অন্তর অন্তর এই সুদ আপনার একাউন্টে ঢুকে যাবে।

৭) কয় বছরের জন্য এই স্কিমে টাকা জমাতে হবে – অন্তত মোট ৫ বছরের জন্য এই স্কিমে টাকা রাখতে হবে। তার নিচে কিন্তু রাখা যাবে না।

মধ্যবিত্তের জন্য দুর্দান্ত সুযোগ, মাত্র ১০ হাজার টাকার বিনিয়োগে পেতে পারেন ১৬ লাখ! রইল বিস্তারিত -

আপনি যদি প্রতি মাসে ১০,০০০ টাকা করে ১০ বছরের জন্য জমান তাহলে অবশ্যই ১৬ লক্ষ বা তার থেকেও বেশি টাকা রিটার্ন পাবেন। আর দেরি করবেন না তাড়াতাড়ি নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে আজই একটি রেকারিং ডিপোজিট স্কিমে নিজের নাম যুক্ত করে নিন।