Finance

‘LIC’-এর দুর্দান্ত স্কিম, মাত্র ৪ বছরে রিটার্ন পাবেন ১ কোটি! জানুন বিস্তারিত

Advertisement

LIC যখন আছে আমাদের ভবিষ্যতের চিন্তা নেই। কিন্তু এই ভাবনা শুধু করলেই হবে না আপনাকে সঠিক ও উপযুক্ত প্ল্যানটি বেছে নিতে হবে। জানেন LIC এর নতুন শিরোমনি স্কিম সম্পর্কে? তাহলে চলুন আজ আপনাদের এই দুর্দান্ত স্কিম সম্পর্কে জানিয়ে দিচ্ছি যেখানে সামান্য কিছু হাজার টাকার বিনিময়ে আপনি ১ কোটি টাকা পর্যন্ত পেয়ে যেতে পারবেন।

১) স্কিমের নাম – এল. আই. সি জীবন শিরোমনি প্ল্যান (LIC Jeevan Shiromani Plan)

২) বয়স – কমপক্ষে আপনার ১৮ বছর ও সর্বোচ্চ ৫৫ বছর বয়স হতে হবে এই প্ল্যানে বিনিয়োগ করার জন্য।

৩) নমিনি – এই স্কিমে নমিনি বিশেষ ভূমিকা পালন করবে। কারণ পলিসি হোল্ডারের কোনোরকমভাবে মৃত্যু হলে সম্পূর্ণ অর্থ পাবে সেই নমিনি।

৪) স্কিমের মেয়াদ – এই স্কিমে ৪ বছরের জন্য আপনি বিনিয়োগ করতে পারবেন। তবে সম্পূর্ণ পলিসির মেয়াদ থাকবে ১৪ বছর।

৫) প্রিমিয়াম – প্রতিদিন মাত্র আপনাকে এই স্কিমে ৩১৩৩.৩৩ টাকা করে প্রিমিয়াম দিতে হবে। আরও ভালো করে বলতে গেলে প্রতিমাসে ৯৪,০০০ টাকা কিংবা প্রতিবছরে ১১,২৮,০০০ টাকা প্রিমিয়াম দেবেন।

৬) মোট রিটার্ন – ১৪ বছর পর থেকে আপনি মোট জমানো অংক ও ই ইন্টারেস্ট মিলিয়ে ১ কোটি টাকা ফেরত পাবেন।

৭) মানিব্যাক – এই স্কিমে কিছু কিছু করে মানি ব্যাক করা হবে –

14 বছরের পলিসিতে 10 ও 12 বছরের মাথায় বিমাকৃত টাকার 30 শতাংশ দেওয়া হবে।
আবার, 16 বছরের পলিসিতে 12 ও 14 বছরের মাথায় বিমাকৃত টাকার 35 শতাংশ দেওয়া হবে।
আবার, 18 বছরের পলিসিতে 14 ও 16 বছরের মাথায় বিমাকৃত টাকার 40 শতাংশ দেওয়া হবে।
20 বছরের পলিসিতে 16 ও 18 বছরের মাথায় বিমাকৃত টাকার 45 শতাংশ টাকা দেওয়া হবে।

৮) অতিরিক্ত সুবিধা – এই পলিসিতে গুরুরত অসুস্থ হয়ে গেলে স্বাস্থ্য বীমার ব্যবস্থা আছে।

শুনতে অবাক লাগলেও এল. আই. সি জীবন শিরোমনি পলিসি আপনাদের কোটিপতি হবার কিন্তু দুর্দান্ত একটা সুযোগ দিচ্ছে। তবে জানিয়ে রাখি যত কম বয়সে এই পলিসি শুরু করবেন তত লাভ করতে পারবেন। অর্থাৎ ৪৫ বছর বয়সে সে পলিসি শুরু করলে পলিসির মেয়াদ হবে ২০ বছর। তেমনই ৫১ বছরে কেউ শুরু করলে তার মেয়াদ হবে ১৬ বছর।