×
FinanceNews

Gold Price Today: মধ্যবিত্তের জন্য দুঃসংবাদ! ফের বৃদ্ধি পেল সোনার দাম, জেনে নিন আজকের বাজারদর

নতুন বছর পড়ে গিয়েছে। তবে বছরের দ্বিতীয় মাসে এসেও সোনার দামে ওঠাপড়া কিন্তু লেগেই আছে। কখনও হঠাৎ করেই অনেকটা কমে যাচ্ছে সোনার দাম। আবার কখনও মুহূর্তের মধ্যেই দাম বাড়ছে। উৎসবের মরসুম শেষ হলেও বিয়ের মরসুম কিন্তু শেষ হয়নি। আর এই সময় সোনা কেনার ধুম লাগে দোকান গুলিতে।

Gold Price Today: মধ্যবিত্তের জন্য দুঃসংবাদ! ফের বৃদ্ধি পেল সোনার দাম, জেনে নিন আজকের বাজারদর -

কেননা, নতুন বর-কনের জন্য সোনা তো লাগবেই। আর তাই সাধ্যের মধ্যে সোনা কিনতে সকলেই ভিড় জমান দোকানগুলিতে। তবে, আজকের দিনে দাঁড়িয়ে সোনার দাম কত যাচ্ছে সেটা জানতে নিশ্চই মন চাইছে? তাহলে বলে রাখি যে, রেকর্ড দামের চেয়ে কিছুটা নামলো সোনার দাম। চলুন তবে জেনে নেওয়া যাক।

Gold Price Today: মধ্যবিত্তের জন্য দুঃসংবাদ! ফের বৃদ্ধি পেল সোনার দাম, জেনে নিন আজকের বাজারদর -

গুড রিটার্নসের আপডেট অনুযায়ী আজকের দিনে দাঁড়িয়ে MCX সূচকে ০.৫৬% বৃদ্ধি পেয়ে সোনার দাম দাঁড়িয়েছে ৫৬,৯০০ টাকা। আর রুপোতে ০.১৩% বেড়ে দাঁড়িয়েছে ৬৭,৬৬২ টাকা। যদিও খোলা বাজারে সোনার দাম তেমন একটা পরিবর্তন হয়নি। ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৫২,৪০০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৫৭,১৬০ টাকা।

Gold Price Today: মধ্যবিত্তের জন্য দুঃসংবাদ! ফের বৃদ্ধি পেল সোনার দাম, জেনে নিন আজকের বাজারদর -

এছাড়া ১ কেজি রুপোর দাম ৭১,২০০ টাকা। তবে, এই দামের উপর সোনার দোকানের মুজুরি ও কর যোগ হবে। শুধু কলকাতায় নয় মুম্বাই ও হায়দ্রাবাদেও সোনার দাম একইরকম আছে। কিন্তু বেঙ্গালুরুতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৫২,৪৫০ টাকা। আর ২৪ ক্যারেট সোনার দাম ৫৭,২১০ টাকা।