FinanceNews

Gold Price Today: ফের কমলো সোনার দাম, জেনে নিন ১০ গ্রাম সোনা কিনতে কত টাকা খসাতে হবে

ফের কমলো সোনার দাম! বর্তমানে বিয়ের মরসুম না থাকলেও বাঙালিদের বারো মাসে ১৩ পার্বন লেগেই থাকে। আর তা বাদেও সোনা প্রেমী মানুষদের জন্য আলাদা করে দিনক্ষণ লাগে না। তারা যেদিন ইচ্ছে সেদিনই সোনা কিনে নিতে পারেন। আপনিও যদি সোনা প্রেমী মানুষ হন তাহলে আপনার জন্যও এটা দারুন সুখবর! সপ্তাহের তৃতীয় কর্মব্যস্ততার দিনে ফের কমলো সোনার দাম!

গতকালও সোনার দাম কম ছিল। যার কারণে মুখে হাসি ফুটেছিল বহু মানুষের। আর আজ ফের একবার কমলো সোনার দাম। আর এই সোনার কম দামের কারণে বিক্রিও বেশি হবে বলে আশা করা যায়। অনেকেই আছেন যারা আগামী দিনে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য সোনা কিনে রাখতে পারেন এখনই। সোনার যেভাবে ওঠানামা চলে তাতে একেক সময় মাথায় হাত পরে ক্রেতাদের।

তবে, পরপর দুদিন সোনার দাম কম হওয়ায় স্বস্তিতে ক্রেতারা। তবে, সোনার দামই নয় কমেছে রুপোর দামও। তবে, সোনার দাম (Gold Price) কত জানেন কি? MCX সূচকে আজ সোনার দাম ০.০২ শতাংশ হ্রাস পেয়ে প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৫৯,৭৫০ টাকা। তবে, গতকাল এই দামই ছিল ৫৯,৭৬৩ টাকা। এছাড়াও MCX সূচকে রুপোর দাম ০.০৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭৬,০৩১ টাকা।

প্রসঙ্গত, ২০২০ সালের আগস্ট মাসে ১০ গ্রাম সোনার দাম (Gold Price) ছিল ৫৬,২০০ টাকা। এরপর নানান উত্থান-পতনের পর সোনার দাম ৫৬,০০০ টাকার স্তরে না থাকলেও ৫০,০০০ এর গন্ডি পার করে গিয়েছিল। আর সেই জায়গায় দাঁড়িয়ে রেকর্ড দামের চেয়ে ৩৫৫০ টাকা বেশি হলুদ ধাতুর দাম।