FinanceNews

Gold Price Today: ফের একধাক্কায় অনেকটা বাড়ল সোনার দাম, জেনে নিন একনজরে

একদিকে গরমের জ্বালায় জেরবার মানুষজন। আর তারই মধ্যে চড়চড়িয়ে বাড়লো সোনার দাম। বুধ ও বৃহস্পতিবার পরপর দুদিন সাড়ে তিন হাজার টাকা কমেছিল সোনার দাম। তবে, এবার একধাক্কায় অনেকটাই বাড়লো সোনার দাম। দুদিন পর আজ একবারে ৪ হাজার টাকা বাড়লো সোনার দাম। সোনার দামের বাড়া-কমা এটি নিত্য নৈমিত্তিক বিষয়ের মধ্যে একটি। কিন্তু তারপরেও সোনার দাম কম হলে ক্রেতাদের মনে আনন্দের শেষ থাকে না।

শুধু তাই নয় সোনার দাম কম হতে বিক্রিও বেড়ে যায় বহু গুনে। তবে, সোনার দাম বাড়লেও একই রয়েছে রুপোর দাম। চলুন তবে দেখে নেওয়া যাক বেড়ে সোনার দাম কত হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম (Gold Price) ৫,৫১০ টাকা। আর ১০ গ্রামের দাম ৫৫, ১০০ টাকা। আর ১০০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫,৫১,০০০ টাকা। তবে, এ তো গেল ২২ ক্যারেট সোনার দর। ২৪ ক্যারেট সোনার দাম কত তা জানেন কি? চলুন এবার সেটাও জেনে নেওয়া যাক।

২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম (Gold Price) ৬,০১১ টাকা। আর ১০ গ্রাম সোনার দাম ৬০,১১০ টাকা। আর ২৪ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম ৬,০১,১০০ টাকা। আজকের দিনে দাঁড়িয়ে ১ গ্রাম রুপোর দাম (Silver Price) ৭৩.১০ টাকা। ১০ গ্রাম রুপোর দাম ৭৩১ টাকা। আর ১০০ গ্রাম রুপোর দাম ৭,৩১০ টাকা। আর ১ কেজি রুপোর দাম ৭৩,১০০ টাকা। আজ বিশ্ব বাজারে সামান্য বেড়েছে স্পট গোল্ডের দাম। যারফলে ১ ট্রয় আউন্স গোল্ডের দাম দাঁড়িয়েছে ১৯৫৫.১৩ মার্কিন ডলার।