FinanceNews

Gold Price Today: বড়সড় পরিবর্তন সোনা-রুপোর দাম! জেনে নিন আজকের বাজারদর

ফের কমলো সোনার দাম (Gold Price)! পাশাপাশি কমেছে রুপোর দাম। বিগত একমাস ধরে সোনা-রুপোর (Gold-Silver) দাম বেশ নিম্নগামী। এমনকি গত মাসের শেষ সপ্তাহেও কমেছিল সোনার দাম। যারফলে দোকানদারদের বিক্রিও বেড়েছিল জোর কদমে। চলতি সপ্তাহের শুরুর দিকে ১০০০ টাকা কমেছিল সোনার দাম। তবে, মঙ্গলবার অপরিবর্তিত ছিল সোনার দাম। তবে, আজকের দিনে দাঁড়িয়ে ফের এক ধাক্কায় সাড়ে ৩ হাজার টাকা কমেছে সোনার দাম।

পাশাপাশি কমেছে রুপোর দাম (Silver Price)। চলুন তবে একনজরে দেখে নেওয়া যাক দাম কমার পর কোন ধাতু কত দামে গিয়ে ঠেকেছে। আজকের দিনে ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম (Gold Price) ৫,৫০৫ টাকা। আর ১০ গ্রামের দাম ৫৫,০৫০ টাকা। আর ১০০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫,৫০,৫০০ টাকা। তবে, এ তো গেল ২২ ক্যারেট সোনার দর। ২৪ ক্যারেট সোনার দাম কত তা জানেন কি? চলুন এবার সেটাও জেনে নেওয়া যাক।

২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম (Gold Price) ৬,০০৫ টাকা। আর ১০ গ্রাম সোনার দাম ৬০,০৫০ টাকা। আর ২৪ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম ৬,০০,৫০০ টাকা। তবে, শুধু সোনা নয় কমেছে রুপোর দাম। আজকের দিনে দাঁড়িয়ে ১ গ্রাম রুপোর দাম (Silver Price) ৭৪ টাকা। ১০ গ্রাম রুপোর দাম ৭৪০ টাকা। আর ১০০ গ্রাম রুপোর দাম ৭৪০০ টাকা। আর ১ কেজি রুপোর দাম ৭৪,০০০ টাকা।

প্রসঙ্গত, ২০২০ সালের আগস্ট মাসে ১০ গ্রাম সোনার দাম (Gold Price) ছিল ৫৬,২০০ টাকা। এরপর নানান উত্থান-পতনের পর সোনার দাম ৫৬,০০০ টাকার স্তরে না থাকলেও ৫০,০০০ এর গন্ডি পার করে গিয়েছিল। আর সেই জায়গায় দাঁড়িয়ে রেকর্ড দামের চেয়ে ১১৫০ টাকা কম হলুদ ধাতুর দাম। তাহলে আর দেরি কিসের আজই বাড়িতে আনুন সোনা।