×
Finance

Gold Price: গত ৬ মাসে সবথেকে সস্তা সোনার দাম! পুজোর আগে মধ্যবিত্তের মুখে ফুটলো হাসি

সপ্তাহের প্রথম কর্মব্যস্ততার দিনে ফের কমলো সোনার দাম। বেশ কিছুদিন যাবৎ সোনার দামে (Gold Price) বেশ ওঠাপড়া লেগেই আছে। সোমবার সকালে কলকাতার ফিউচার মার্কেটে সোনার দাম কমেছে ০.৩ শতাংশ। সামনেই দুর্গাপুজো। বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব এটি। আর পুজোর মরসুম মানেই শাড়ি কেনার পাশাপাশি গয়না কেনারও ধুম লেগে যায়।

Gold Price: গত ৬ মাসে সবথেকে সস্তা সোনার দাম! পুজোর আগে মধ্যবিত্তের মুখে ফুটলো হাসি -

আর সেই জায়গায় দাঁড়িয়ে সোনার দাম সস্তা হলে সোনা প্রেমী মানুষদের কাছে যে সেটা নিঃসন্দেহেই বেশ আনন্দের তা বলা যায় বৈকি। MCX সূচকে ১০ গ্রাম সোনার দাম (Gold Price) ছিল ৪৯,২৩৭ টাকা। যা গত ছয় মাসে সর্বনিম্ন বলে ধরা হচ্ছে। তবে, শুধু ফিউচার মার্কেটেই নয় বিশ্ব বাজারে এদিন ০.৪% হ্রাস পেয়েছে সোনার দাম। যারফলে অনুমান করা হচ্ছে যে ভারতে আরও কমতে পারে সোনার দাম। গত কয়েকদিন সোনার দাম ১৫০০ টাকা কমেছে। কলকাতায় ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫০ হাজার ২০ টাকা।

Gold Price: গত ৬ মাসে সবথেকে সস্তা সোনার দাম! পুজোর আগে মধ্যবিত্তের মুখে ফুটলো হাসি -

এছাড়া ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার ৪৫ হাজার ৮৫০ টাকা। ২০২০ সালের আগস্ট মাসে ১০ গ্রাম সোনার দাম (Gold price) পৌঁছেছিল ৫৬,২০০ টাকায়(রেকর্ড দর)। এরপর নানান উত্থান-পতনের পর সোনার দাম ৫৬,০০০ টাকার স্তরে না থাকলেও ৫০,০০০ এর গন্ডি পার করে গিয়েছিল। আর সেই জায়গায় দাঁড়িয়ে রেকর্ড দামের চেয়ে ৬১৮০ টাকা কম সোনার দাম।

Gold Price: গত ৬ মাসে সবথেকে সস্তা সোনার দাম! পুজোর আগে মধ্যবিত্তের মুখে ফুটলো হাসি -

তাহলে আর দেরি কীসের? আজই সোনার দোকানে অর্ডার দিন আপনার পছন্দের সোনার গয়নাটি। আর পুজোর মরসুমে ঘরে আনুন সোনা।