×
Finance

জলে যাবে সমস্ত টাকা! জেনে শুনে কাটুন লটারির টিকিট

আজ সকালেও নিশ্চই নিয়ম করে লটারির টিকিট কেটেছেন? পুরস্কার পাবেন নিশ্চয়ই ভেবেই নিয়েছেন। আচ্ছা ধরুন পুরস্কার পেলেন আর জানলেন যে লটারির টিকিটটা আপনি কেটেছিলেন সেটা সম্পূর্ণ ভাবে জাল সেক্ষেত্রে কি অবস্থা হবে আপনার তা নিশ্চয়ই বলে দিতে হবে না। ঠিকই ধরেছেন দিন কয়েক আগেই এমন ঘটনা সামনে এসেছে যা শুনে সম্পূর্ণভাবে নড়ে গেছেন সকলে।

জলে যাবে সমস্ত টাকা! জেনে শুনে কাটুন লটারির টিকিট -

ঝাড়খন্ড ডেলি লটারির নামে এক জাল লটারি পাচারকারী চক্রের হদিশ পেয়েছে আসানসোলের জামুড়িয়া থানার পুলিশ। ঝাড়খন্ড লটারির নামে প্রিন্ট করে বাজারে বিক্রির এই চক্র চলছিল কার্যত রমরমিয়ে। তবে যখন সাধারণ ক্রেতা সেই লটারির টিকিটে পুরস্কান পান কিন্তু বিক্রেতারা লটারির পুরস্কার দিতে পারছিলেন না।

জলে যাবে সমস্ত টাকা! জেনে শুনে কাটুন লটারির টিকিট -

কয়েকজন লটারি ক্রেতা জামুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ব্যাস, লটারি টিকিট পাচারকারী চক্র নজরে চলে আসে পুলিশের। তল্লাশি চালিয়ে প্রায় কোটি টাকার জাল লটারি সহ চারজনকে গ্রেফতার করেছে। আসানসোলের বাংলা-ঝাড়খন্ড সীমান্ত এলাকায় এই জাল লটারি তৈরী কারখানা রমরমিয়ে চলছিল। তবে ঝাড়খন্ড কিন্তু এই ডেইলি লটারি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

জলে যাবে সমস্ত টাকা! জেনে শুনে কাটুন লটারির টিকিট -

এখন সবাই খুব চিন্তিত লটারির বিষয়ে। অনেকেই আছেন যারা প্রতিদিন লটারি কাটেন। কিন্তু এত টাকা খরচ করে কাটার পরেও যদি জানা যায় সেই লটারি জাল তাহলে কিভাবে চলবে? সেই প্রশ্ন ও ভয় কুঁড়ে কুঁড়ে খাচ্ছে বিক্রেতা থেকে ক্রেতা সবাইকে। তাই আমাদের প্রতিবেদনের মাধ্যমে সকলকে জানানো হচ্ছে লটারি কাটার আগে ভালো করে যাচাই করে নিন সাথেই নিজের এলাকার চেনা ও কাছের দোকান থেকে টিকিট কাটুন।