×
Finance

Bank FD Rates: চোখ বন্ধ করে বিনিয়োগ করুন এই ৫টি ব্যাঙ্কে, পাবেন সেরা সুদ

‘ফিক্সড ডিপোজিট’ কিছু বছর আগে পর্যন্ত এই স্কিম ছিল মানুষের প্রথম পছন্দের। তবে সময়ের সাথে সাথে সেসব অতীত বললে ভুল হবে না। আর অতীত যে বারংবারবার ফিরে ফিরে আসে সেটাও এক্কেবারে সত্য। তাই আবারো কিন্তু কিছু ব্যাংকের মাধ্যমে ফিক্সড ডিপোজিট মাথা চারা দিয়ে উঠে দাঁড়িয়েছে। তাই আজ আপনাদের এমন পাঁচটি ব্যাংকের কথা বলবো যেখানে আপনি খুব সহজেই ফিক্সড ডিপোজিটে নিজের সঞ্চিত অর্থ রাখলে অনেক সুদ ফেরত পেয়ে যাবেন।

১) স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া – দেশের সবথেকে বড়ো ব্যাঙ্ক SBI তা নিয়ে মানুষের মধ্যে কোনো দ্বিধা নেই। ভারতীয় স্টেট ব্যাঙ্কে ৪০০ দিনের ফিক্সড ডিপোজিটে আপনি পেয়ে যাবেন ৭.১০% হারে সুদ। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে সুদের হার ৭.৬০%।

২) পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক: দেশের ওপর একটি সরকার অধীনস্ত ব্যাংক এই PNB। সেখানে ফিক্সড ডিপোজিট রাখলে ৬৬৬ দিনের জন্য ৭.২৫% হারে সুদ পাবেন। অন্যদিকে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে সেই সুদের পরিমান হয়ে যাবে ৭.৭৫%।

৩) বন্ধন ব্যাঙ্ক: বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে বন্ধন ব্যাঙ্ক ইদানিং সবথেকে এগিয়ে আছে। ৮.৫% হারে ফিক্সড ডিপোজিট ইন্টারেস্ট রেট পাবেন এই বেসরকারি ব্যাঙ্কে। ৬০০ দিনের মেয়াদে সাধারণ নাগরিকরা সর্বোচ্চ ৮% হারে আর সিনিয়র সিটিজেনরা ৮.৫% হারে বার্ষিক রিটার্ন পাবেন।

৪) এক্সিস ব্যাঙ্ক: ২৪ মাস থেকে ৩০ মাসের কম সময়ের বিনিয়োগ করলে এক্সিস ব্যাংক আপনাকে দেবে ৭.২৬% ইন্টারেস্ট রেট। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে এই একই মেয়াদে ৮.০১% হারে সুদ পাওয়া যাবে।

৫) ইয়েস ব্যাঙ্ক: দেশের বড়ো বেসরকারি ব্যাঙ্ক গুলির মধ্যে ইয়েস ব্যাংক অন্যতম। এখানে ৩৫ মাসের জন্য যদি ফিক্সড ডিপোজিট করেন তাহলে সাধারণ নাগরিকরা ৭.৭৫% হারে সুদ পাবেন। অন্যদিকে ৩৫ মাসের জন্য সিনিয়র সিটিজেনরা পেয়ে যাবেন ৮.২৫% ইন্টারেস্ট।

তবে বিভিন্ন ব্যক্তিরা বলে থাকেন ফিক্সড ডিপোজিটে যদি টাকা রাখতে চান তাহলে নিজের মা বাবার নামে রাখতে পারেন। তার ফলে জমানো ইন্টারেস্ট অনেকটাই বেশি ফেরত পাওয়া সম্ভব হবে।