FinanceNews

DA Hike News : সরকারি কর্মীদের জন্য সুখবর, DA বৃদ্ধি নিয়ে বড়ো ঘোষণা সরকারের! জেনে নিন বিস্তারিত

শীঘ্রই সুখবর পেতে চলেছেন কেন্দ্র সরকারের কর্মচারীরা। পুজোর আগেই বাড়ছে মহার্ঘ ভাতা। মুদ্রাস্ফীতি সূচকে বিরাট জাম্প। যদিও এই মাসের বৃদ্ধি এখনো পর্যন্ত গণনা করা হয়নি। তবে সূত্র মারফত জানা যাচ্ছে, 2024 সালের মধ্যে মুদ্রাস্ফীতির সূচকের বৃদ্ধির বদলে মহার্ঘ ভাতা পেতে চলেছেন কেন্দ্র সরকারের কর্মচারীরা। যদিও চলতি বছরের জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মুদ্রাস্ফীতি সূচকের সংখ্যা অনুযায়ী নির্ধারণ করা হবে আগামী বছরের ডিএ।

সম্প্রতি লেবার ব্যুরোর পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে AICPI সূচকের সংখ্যা। আর সেই ডেটা অনুযায়ী জানা যাচ্ছে এই সংখ্যা বেড়েছে 3.3 শতাংশ ফলে মহার্ঘ ভাতার স্কোর বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে 47.14 শতাংশে। তবে আগে এই সংখ্যাটা ছিল 46.24 শতাংশ। সূত্র মারফত জানা যাচ্ছে, চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত এই সংখ্যাটা আরও বেড়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর মহার্ঘ ভাতা 50 শতাংশ ছাড়িয়ে যাবে।

7 তম বেতন কমিশনের আওতায় মহার্ঘ ভাতা একটি অসাধারণ বিষয়। 2023 সালের জানুয়ারি মাস থেকে 2023 সালের জুন মাস পর্যন্ত যে মহার্ঘ ভাতা বেড়েছে তা ঘোষণা করা হবে সেপ্টেম্বর মাসে। সকলের অনুমান, 42 শতাংশ থেকে বেড়ে ইতিমধ্যেই সেই ভাতা পৌঁছে গিয়েছে 46 শতাংশে। পরবর্তীকালে আগামী বছর ফের বাড়বে ডিএ।

7 তম বেতন কমিশনের রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের কর্মীদের মহার্ঘ ভাতা খুব শীঘ্রই পেরিয়ে যাবে 50 শতাংশ। ফলে কর্মীদের বেতন বাড়বে 9000 টাকা। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, বর্তমানে যদি কোনো কর্মীর বেতন 18000 টাকা হয়ে থাকে তাহলে আগামী বছর তিনি বেতন হিসেবে পাবেন 27000 টাকা।