×
Finance

মহিলাদের জন্য দুর্দান্ত সুযোগ, মাত্র ৫৮ টাকার বিনিয়োগে পেতে পারেন ৮ লক্ষ! জানুন LIC-এর এই বাম্পার স্কিম

বিনিয়োগ করার কথা চিন্তা করলে সবাই প্রথমে সরকারের উপরেই ভরসা রাখেন। কারণ এই সময়ে বিভিন্ন চিট ফান্ড কিংবা প্রতারক আয়েদিন সংবাদের মাধ্যমে আমাদের সামনে চলে আসে। সেই কারণে ব্যাংক, LIC কিংবা পোস্ট অফিসের দিকেই বেশি ঝুঁকেছে সকলে। তাই আজ আপনাদের LIC -র বেস্ট একটি মহিলাদের জন্য প্ল্যান নিয়ে হাজির হয়েছি। নিচে সম্পূর্ণ বিস্তারিত আপনাদের জানানো হলো এই স্কিম সম্পর্কে।

মহিলাদের জন্য দুর্দান্ত সুযোগ, মাত্র ৫৮ টাকার বিনিয়োগে পেতে পারেন ৮ লক্ষ! জানুন LIC-এর এই বাম্পার স্কিম -

১) LIC পলিসির নাম – আধারশিলা পলিসি

২) আবেদনকারি – শুধুমাত্র মহিলারা

৩) বয়সসীমা – ৮-৫৫ বছরের যে কোনো মহিলা এই স্কিমের আয়তায় নিজের নাম যুক্ত করতে পারবেন।

৪) নথি – উক্ত প্ল্যানে নিজের নাম নতিভুক্ত করতে ভারতের নাগরিক হতে হবে ও আধার কার্ড থাকতে হবে।

মহিলাদের জন্য দুর্দান্ত সুযোগ, মাত্র ৫৮ টাকার বিনিয়োগে পেতে পারেন ৮ লক্ষ! জানুন LIC-এর এই বাম্পার স্কিম -

৫) এই পলিসি থেকে কত টাকা পাবেন?

প্রতিদিন ৫৮ টাকা করে যদি আপনি জমা করেন অর্থাৎ বছরে ২১,৯১৮ টাকা জমা দিতে হবে। এই প্ল্যান ২০ বছর পর্যন্ত চলবে। সেক্ষেত্রে আপনি ৮ লক্ষ টাকা পেয়ে যাবেন।

৭৫,০০০ টাকা পর্যন্ত জমা করলে ৩ লক্ষ্য টাকা পর্যন্ত নন লিংকড অংশগ্রহণকারী করতে। ব্যক্তিগত লাইফ ইনসিওরেন্স প্ল্যান থেকেও মুক্তি পাবেন এই প্ল্যানে।

৬) পলিসি থেকে কি কি সুবিধা পাবেন আপনি –

তিন বছর যদি টানা এই পলিসিতে প্রিমিয়াম দিতে পারেন তাহলে বেশ মোটা টাকা ঋণ কিন্তু নিতে পারবেন।

মহিলাদের জন্য দুর্দান্ত সুযোগ, মাত্র ৫৮ টাকার বিনিয়োগে পেতে পারেন ৮ লক্ষ! জানুন LIC-এর এই বাম্পার স্কিম -

এই প্ল্যানে আপনি প্রিমিয়ামের মাধ্যমে আয়কর থেকে ছাড় পাবেন। পলিসি চালু করার ১৫ দিনের মধ্যে যদি পছন্দ না হয় আপনার তাহলে ফেরৎ দেওয়া যেতে পারে অথবা বন্ধও করে দিতে পারেন। পলিসি হোল্ডারের অকাল মৃত্যু হলে নমিনি সেই টাকা সাতগুন পর্যন্ত অর্থ ফেরত পাবেন।