ব্যাংক নাকি পোস্ট অফিস! কোথায় টাকা রাখলে হবে লাভ? জেনে-বুঝে নিন সিদ্ধান্ত

ব্যাংক বনাম পোস্ট অফিস এ লড়াই কার্যত কোনোদিনও শেষ হবার নয়। ভারত সরকারের অধীনস্ত এই দুটি সংস্থার মধ্যে সবসময়ই ঠান্ডা লড়াই চলতে থাকে। লড়াই ইন্টারেস্টের কিংবা গ্রাহকদের বেশি ও উচ্চতর পরিষেবা দেওয়ার। তবে গ্রাহকরা নিজের সঞ্চিত অর্থ রাখবেন কোথায় জানেন? সেই কারণেই আজকের এই বিশেষ প্রতিবেদন।
শেয়ার মার্কেট, ব্যাঙ্কের IPO যেমন চমকপ্রদ ঠিক তেমনই কেন্দ্রের পোস্ট অফিসগুলিও এখন ব্যাঙ্কগুলিকে টেক্কা দিচ্ছে তাদের রিটার্নে। দেখে নেওয়া যাক ব্যাংক ও পোস্ট অফিসের এই লড়াইয়ে কে এগিয়ে আছে।
ব্যাংকের ফিক্সড ডিপোজিটের পরিমান –
স্টেট ব্যাংকের ক্ষেত্রে ৭-১০ বছরের মধ্যে ৩ শতাংশ থেকে ৭.১ শতাংশ সুদ পাবেন। আবার ফিক্সড ডিপোজিট একাউন্ট খোলার ৭-৪৫ দিনের মধ্যে পাবেন ৩ শতাংশ। অন্যদিকে ৪৬দিন থেকে ১৭৯ দিনের ফিক্সড ডিপোজিটে আপনি পাবেন ৪.৫ শতাংশ রিটার্ন। ১৮০ থেকে ২১০ দিনের জন্য ৫.২৫ শতাংশ রিটার্ন পাওয়া যায়। ১-২ বছরের মধ্যে পাবেন ৬.৮ শতাংশ রিটার্ন পাবেন। অন্যদিকে ৪০০দিনের জন্যে ফিক্সড ডিপোজিটে ৭.১০ শতাংশ করে রিটার্ন পাওয়া যায়।
পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট –
এক বছরের জন্য ৬.৬ শতাংশ এবং ২ বছরের জন্য যদি ফিক্সড ডিপোজিট রাখেন তাহলে ৬.৮ শতাংশ রিটার্ন পাওয়া যাবে। তবে পাঁচ বছরের মধ্যে ৭ শতাংশ রিটার্ন কিন্তু কেউ দিতে পারবে না।
আপনাদের সুবিধার জন্যই বর্তমানে সরকারি আয়তায় টাকা রাখবেন। যার ফলে সকল প্রকার গ্যারান্টি পাওয়া যায়। নিজের সুবিধার জন্য কিছু টাকা ব্যাংকে ও কিছু টাকা পোষ্ট অফিসে বিনিয়োগ করে দেখতে পারেন।