×
Finance

ই-শ্রম কার্ড থাকলেই পাবেন ২ লক্ষ টাকা! কিন্তু কিভাবে? জানুন বিস্তারিত

বর্তমানে E Shram কার্ড প্রকল্প ভারত সরকারের একটি উন্নয়নশীল প্রকল্প। দরিদ্র ও শ্রমজীবীদের জন্য এই পরিকল্পনা তৈরী করা হয়েছিল। দেশে যে সমস্ত শ্রমিক মানুষরা আছে তাঁদের সংঘটিত করার লক্ষ্যেই তৈরী করা হয়েছে ই শ্রম কার্ড। ২০২২ সালের ডিসেম্বর মাসে ই শ্রম পোর্টালে মোট ২৮ কোটি রেজিস্ট্রেশন ছাড়িয়ে গেছে। জানেন কি কি প্রকল্প পাওয়া যাবে এই কার্ডের ভিত্তিতে?

ই-শ্রম কার্ড থাকলেই পাবেন ২ লক্ষ টাকা! কিন্তু কিভাবে? জানুন বিস্তারিত -

E Shram পোর্টালে রেজিস্টার করা শ্রমিকদের যদি দুর্ঘটনা হয় তাহলে কিন্তু ২ লক্ষ টাকা বীমা কভারেজ পেয়ে যাবেন। কোনো প্রিমিয়াম দিতে হবে না বরং সরকার আপনাকে পুরোপুরিভাবেই ২ লক্ষ টাকা দেবেন। আংশিকভাবে অক্ষম হলে, এক লক্ষ টাকার বিমা পাবেন। তবে ভারতীয় নাগরিক কিন্তু আপনাকে হতে হবে।

ই-শ্রম কার্ড থাকলেই পাবেন ২ লক্ষ টাকা! কিন্তু কিভাবে? জানুন বিস্তারিত -

তাঁর জন্য আপনার আধার কার্ড থাকা বাঞ্চনীয়। পোর্টালে রেজিস্ট্রেশন করতে আপনার আধার কার্ড ও নিজস্ব ব্যাংক একাউন্ট থাকতে হবে। যাদের আধার লিঙ্ক মোবাইল নম্বর নেই, তারা নিকটস্থ CSC কেন্দ্রে গিয়ে এই রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। কোনো ব্যক্তি যদি সরকারের কোনো পেনশন স্কিমের আওতায় আগে থেকেই পেনশন বা অন্য কোনো টাকা পেয়ে থাকেন তাহলে এই শ্রম কার্ডের আয়তায় নাম তুলতে পারবেন না।

ই-শ্রম কার্ড থাকলেই পাবেন ২ লক্ষ টাকা! কিন্তু কিভাবে? জানুন বিস্তারিত -

এবার জেনে নিন কিভাবে অনলাইনের মাধ্যমে শ্রম কার্ড করবেন –

১) অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করুন।
২) রেজিস্ট্রেশন অপসন ওপেন করুন।
৩) রেজিস্ট্রেশন অন ই-লেবার’ অপশনে ক্লিক করুন।
৪) আধার লিঙ্ক মোবাইল নম্বর ও ক্যাপচা লিখে দিন।
৫) ফোন নম্বরে OTP আসবে সেটা নির্দিষ্ট জায়গায় বসান।
৬) যাবতীয় ব্যক্তিগত তথ্য সেখানে তুলে ধরুন।
৭) স্ক্রিনে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে সেই লেখা ভেসে উঠবে।