মধ্যবিত্তের জন্য দুর্দান্ত স্কিম! মাত্র ৫ বছরেই পাবেন ১৪ লক্ষ! জানুন বিস্তারিত

সরকার স্বীকৃত বিভিন্ন সংস্থাতেই বিনিয়োগ করতে মানুষ এখন সবথেকে আগ্রহী। পোস্ট অফিস নামের মধ্যে দিয়ে মানুষের একটা ভরসার জায়গা তৈরী হয়। আর সেখানে মানুষ বিভিন্ন স্কিমের আওতায় টাকা জমান মানুষ। তবে সাধারণ মানুষ পর্যন্ত সব স্কিম সঠিকভাবে পৌছায় না। ২০২২-২০২৩ অর্থবর্ষ কিন্তু শেষ হতে চলেছে। সেই কারণে বেশিরভাগ মানুষ আরও বেশি বেশি অর্থ সঞ্চয়ের স্কিম খুঁজে চলেছেন। আজ খুব স্বল্প বিনিয়োগে এমন একটি স্কিমের কথা বলবো যেখানে প্রচুর রিটার্ন পাওয়া যাবে।
১) স্কিমের নাম – পোস্ট অফিস সেভিংস প্ল্যান (Post Office Savings Plan)
২) বয়স – ৬০ বছর বয়স পর্যন্ত এই স্কিমে টাকা জমাতে পারবেন। ১৮ বছর বয়স থেকে যে কেউ এই স্কিমে টাকা জমাতে পারেন।
৩) নূন্যতম কত টাকা জমাতে হবে – অন্তত প্রতিমাসে আপনাকে ১০০ টাকা করে জমাতে হবে।
৬) সুদের পরিমান – ৭.৪% হারে আপনি পাঁচ বছর পরে ফেরত পাবেন।
৭) কয় বছরের জন্য এই স্কিমে টাকা জমাতে হবে – অন্তত মোট ৫ বছরের জন্য এই স্কিমে টাকা রাখতে হবে। তার নিচে কিন্তু রাখা যাবে না। তবে ৫ বছর হয়ে গেলে তারপরে তিন বছরের জন্য আবার রাখতে পারবেন।
ধরুন আপনি একবারে এই স্কিমে ১০ লক্ষ টাকা রেখে দিলেন। তাহলে ৫ বছর পর ৭.৪% সুদের হারে আপনি পেয়ে যাবে ১৪,২৮,৯৬৪ টাকা। তবে সেই টাকা না নিয়ে আপনি আবারো তিন বছরের জন্য রেখে দিতে পারেন। আর দেরি করবেন না তাড়াতাড়ি নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে আজই একটি পোস্ট অফিস সেভিংস প্ল্যানে নিজের নাম নতিভুক্ত করে নিন।