Advertisement
Finance

মহিলাদের জন্য LIC-র দুর্দান্ত স্কিম! মাত্র ১২১ টাকার বিনিময়ে পেতে পারেন ২৭ লক্ষ, ক্লিক করে জানুন বিস্তারিত

Advertisement
Advertisements

মহিলাদের জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারের একাধিক স্কিম হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে LIC। আপনার কন্যার ভবিষ্যতের জন্য কোন স্কিম সবথেকে ভালো হবে সেটা বাছতে গিয়ে নিশ্চয়ই একটু সমস্যা হয়। তবে LIC যখন আছে চিন্তা নেই। আপনার কন্যার জন্য দুর্দান্ত একটি স্কিম নিয়ে হাজির হয়েছে। জানেন সেই স্কিম সম্পর্কে? তাহলে চলুন সেই নির্দিষ্ট স্কিম সম্পর্কে আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়া যাক।

মহিলাদের জন্য LIC-র দুর্দান্ত স্কিম! মাত্র ১২১ টাকার বিনিময়ে পেতে পারেন ২৭ লক্ষ, ক্লিক করে জানুন বিস্তারিত

Advertisements

স্কিমের নাম – এল. আই. সি কন্যাদান পলিসি (LIC Kanyadaan Policy)

Advertisements

পলিসি কেনার সময় – কমপক্ষে ১ বছর বয়স হতে হবে আপনার মেয়েকে।

অভিভাবকের বয়স – এই প্ল্যান কেনার সময় কমপক্ষে মেয়ের বাবার বয়স ৩০ বছর ও সর্বোচ্চ ৫০ বছর হতে হবে।

স্কিমের মেয়াদ – এই স্কিমে ২৫ বছরের যে কোন সময়ের জন্য টাকা রাখতে পারেন। তবে ধরুন আপনি ২৫ বছরের জন্য টাকা রাখলেন শুধুমাত্র ২২ বছর প্রিমিয়াম দিতে হবে। বাকি তিন বছর কোনো প্রিমিয়াম দেওয়ার দরকার নেই।

মহিলাদের জন্য LIC-র দুর্দান্ত স্কিম! মাত্র ১২১ টাকার বিনিময়ে পেতে পারেন ২৭ লক্ষ, ক্লিক করে জানুন বিস্তারিত

প্রিমিয়াম – এই স্কিমে প্রতিদিন আপনাকে ১৫১ টাকা করে প্রিমিয়াম দিতে হবে। অর্থাৎ প্রতিমাসে ৪৫৩০ টাকা ও বছরে ৫২,২০০ টাকা প্রিমিয়াম দেবেন।

৬) মোট রিটার্ন – ২২ বছর প্রতিমাসে ৪৫৩০ টাকা করে প্রিমিয়াম দেওয়ার পরে ২৫ বছর বয়সে আপনি ফেরত পেয়ে যাবেন ৩১,০০,০০০ টাকা।

৭) অন্যান্য তথ্য –

এই প্ল্যানে মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক এবং বার্ষিক ভিত্তিতে বিভিন্ন পদ্ধতিতে প্রিমিয়াম দিতে পারবেন।

৬,১০,১৫ ও ২০ এই চার ধরণের বছরের জন্য বিনিয়োগ করতে পারবেন।

টানা ৩ বছর প্রিমিয়াম দিলে ঋণ নিতেও পারবেন।

এই পলিসিতে পাওয়া অর্থ সম্পূর্ণভাবে আয়কর মুক্ত।

পলিসি ধারকের দুর্ঘটনায় মৃত্যু হলে ১০ লক্ষ টাকা ও সাধারণ মৃত্যুর ক্ষেত্রে ৫ লক্ষ টাকা দেওয়া হয়।

মহিলাদের জন্য LIC-র দুর্দান্ত স্কিম! মাত্র ১২১ টাকার বিনিময়ে পেতে পারেন ২৭ লক্ষ, ক্লিক করে জানুন বিস্তারিত

শুনতে অবাক লাগলেও এল. আই. সি কন্যাদান পলিসি আপনাদের কন্যার জন্য আজই শুরু করে দিন। এতো অল্প টাকা বিনিয়োগে লক্ষ লক্ষ টাকা কিন্তু কোনোভাবেই পাবেন না।