FinanceNews

Indian Post Savings Scheme : স্বল্প সময়ে ডবল রিটার্ন! জেনে নিন পোস্ট অফিসের দুর্দান্ত এই ৫টি স্কিম

Indian Post Savings Scheme : মধ্যবিত্তের জন্য দুর্দান্ত সুযোগ! পোস্ট অফিসের ৫টি দুর্দান্ত স্কিম, অল্প সময়ের নিয়োগে পাবেন দুর্দান্ত রিটার্ন, জেনে নিন বিস্তারিত

বর্তমান সময়ে দাঁড়িয়ে সকলেই বিভিন্ন ব্যাঙ্কের চেয়েও পোস্ট অফিসের উপর ভরসা করেন। কেননা, পোস্ট অফিস এখন সবচেয়ে বেশি রিটার্ন দেয়। পাশাপাশি সুরক্ষিত বটে। এখানে পুরুষ ও মহিলা উভয়ের জন্যই নানান রকমের স্কিম রয়েছে। যা বেশ সুবিধাজনক। আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো তেমনই ৫টি হিট স্কিম। চলুন দেখে নেওয়া যাক—

  1. পাবলিক প্রভিডেন্ট ফান্ড : এই পাবলিক প্রভিডেন্ট ফান্ড বেতনভোগী বিনিয়োগকারীদের মধ্যে খুবই জনপ্রিয়। এটি পিপিএফের বার্ষিক চক্রবৃদ্ধি হারে দেওয়া হয়ে থাকে। যারফলে রিটার্নও বেশি পাওয়া যায়। এতে আপনি ৫০০ টাকা থেকে ১.৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। এটি ভারত সরকারের সঙ্গে সমর্থিত হওয়ায় বিনিয়োগের কোনো ঝুঁকি নেই।
  2. সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম : সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অনুযায়ী সর্বনিম্ন ও সর্বোচ্চ বিনিয়োগের সীমা ১০০০ টাকা থেকে ১৫ লাখ টাকা। স্কিমটির একটি ৫ বছরের মেয়াদ আছে যা অতিরিক্ত ৩ বছর বাড়ানো যায়। ৫৫ থেকে ৬০ বছরের ব্যক্তিরা এখানে বিনিয়োগ করতে পারেন।
  3. পোস্ট অফিস টাইম ডিপোজিট একাউন্ট : এই পোস্ট অফিস টাইম ডিপোজিটের বিভিন্ন মেয়াদ আছে। এতে আপনি ১০০০ টাকা থেকে শুরু করে আপনার ইচ্ছেমতন বিনিয়োগ করতে পারেন। ১৯৬১ সালের আয়কর ধারা ৮০c অনুযায়ী ৫ বছরের টাইম ডিপোজিটের ক্ষেত্রে কর ছাড় পাওয়া যায়।
  4. ন্যাশনাল সেভিংস স্কিম : এই স্কিমের মেয়াদ হল ৫ বছর। এটি সরকারি স্কিম হওয়ায় এই স্কিমে বিনিয়োগের ঝুঁকি খুবই কম। তবে, এই বিনিয়োগের সর্বনিম্নসীমা ১০০০ টাকা। তবে, ভালো রিটার্ন পেতে হলে এই স্কিমে এখনই টাকা জমান।
  5. সুকন্যা সমৃদ্ধি যোজনা : এই স্কিমটি আপনি কন্যা শিশুর জন্য খুলতে পারেন। মেয়েটির যখন ১৮ বছর বয়স হবে তখন সে এই একাউন্টের মালিকানা পাবে। এই স্কিমটিতে আপনি সর্বনিম্ন ২৫০ টাকা আর সর্বোচ্চ ১,৫০,০০০ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। এই প্ল্যানটিও ধারা ৮০c এর অধীনে কর ছাড় দেয়।