×
Finance

Tax Saving Scheme –মিলবে কর ছাড়ের সুবিধা! অবশ্যই টাকা রাখুন পোস্ট অফিসের এই স্কিমগুলিতে

পোস্ট অফিস মানেই মানুষের একটা ভরসার জায়গা। আর সেখানে মানুষ বিভিন্ন স্কিমের আওতায় টাকা জমান। তবে সাধারণ মানুষ পর্যন্ত কিন্তু সব স্কিম সঠিকভাবে পৌছায় না। ২০২২-২০২৩ অর্থবর্ষ কিন্তু শেষ হতে চলেছে। সেই কারণে বেশিরভাগ মানুষ আয়কর ছাড় বা Post Office Tax Saving Scheme এর মতো জায়গায় সঞ্চয় করতে বেশি আগ্রহী। মূলত পাঁচটি Post Office Tax Saving Scheme রয়েছে সরকারি পোস্ট অফিসে। সেইগুলি আপনাদের জানানো হলো –

Tax Saving Scheme –মিলবে কর ছাড়ের সুবিধা! অবশ্যই টাকা রাখুন পোস্ট অফিসের এই স্কিমগুলিতে -

১) সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana)

এই স্কিম শুধুমাত্র মহিলাদের জন্য। এখানে সুদের হার ৭.৬ শতাংশ। এক বছরে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্টে ন্যূনতম ১ হাজার টাকা এবং সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবেন আপনি। তবে ১৮ বছর পূর্ণ না হলে এই অ্যাকাউন্ট থেকে কোনো টাকা তুলতে পারবেন না।

Tax Saving Scheme –মিলবে কর ছাড়ের সুবিধা! অবশ্যই টাকা রাখুন পোস্ট অফিসের এই স্কিমগুলিতে -

২) পোস্ট অফিস টাইম ডিপোজিট

পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে প্রত্যেক আর্থিক বছরে আপনি সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পাবেন। বছরে ন্যূনতম এক হাজার টাকা এই স্কিমে বিনিয়োগ করতে হবে। যে কোনো বয়সের মানুষ এখানে বিনিয়োগ করতে পারে। স্কিমটিতে ৭ শতাংশ হারে সুদ দেওয়া হবে।

৩) পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF, Public Provident Fund)

এই স্কিমটি সকলেরই খুব পরিচিত। পিপিএফে সুদের হার বর্তমানে ৭.১ শতাংশ। এক আর্থিক বছরে একটি পিপিএফ অ্যাকাউন্টে ন্যূনতম ১০০০ টাকা জমা করতে হয় ও আপনি সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত রাখতে পারবেন। দেড় লক্ষ টাকার পুরোটাই আয়কর আইনের ৮০ সি ধারায় আয়করে ছাড় পাওয়া যায়। এই অ্যাকাউন্টে ১৫ বছরের আগে টাকা তুলতে পারবেন না। পিপিএফ-এর অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল এই সুদ করের আওতায় পড়ে না।

Tax Saving Scheme –মিলবে কর ছাড়ের সুবিধা! অবশ্যই টাকা রাখুন পোস্ট অফিসের এই স্কিমগুলিতে -

৪) ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC)

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা এনএসসিতে সুদের হার বর্তমানে ৭ শতাংশ। মাত্র ১০০ টাকা বিনিয়োগে পোস্ট অফিসের এই প্রকল্প চালু করা যায়। কোনও ঊর্ধ্বসীমা নেই তবে 80C ধারায় দেড় লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা রয়েছে।

Tax Saving Scheme –মিলবে কর ছাড়ের সুবিধা! অবশ্যই টাকা রাখুন পোস্ট অফিসের এই স্কিমগুলিতে -

৫) সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (Post Office SCSS)

৬০ বছর কিংবা তাঁর ওপরে যাদের বয়স তারাই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম বা SCSS স্কিমের আওতায় টাকা রাখতে পারবেন। বর্তমানে এসসিএসএস প্রকল্পে সুদের হার সবথেকে বেশি অর্থাৎ ৮ শতাংশ। পাঁচ বছরের মেয়াদের জন্য এখানে টাকা রাখতে হয়। ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে আয়কর আইনের ৮০ সি ধারায় কর ছাড়ের সুবিধা পাওয়া গেলেও সুদটিতে কর দিতে হয় বলে জানা যায়।