Finance

PF নিয়ে বড় সুখবর! একাউন্টে ঢুকতে চলেছে ৫০ হাজার, ক্লিক করে জানুন বিস্তারিত

Advertisement

মোদি সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বিশেষ খেয়াল রাখেন। সময়ে সময়ে DA থেকে প্রতি বছরে বেতন বৃদ্ধি, ছুটি বাড়ানো সব কিছুই বেশ ভরিয়ে রেখেছেন। এবার আরও একটি খুশির খবর সামনে এসেছে। খুব সহজেই কর্মচারীদের ব্যাংকে জমা হবে ৫০,০০০ টাকা। হ্যাঁ এই এককালীন এত গুলি টাকা সরাসরি ব্যাংক একাউন্টে ঢুকবে। কিন্তু কিসের টাকা জানেন?

PF নিয়ে বড় সুখবর! একাউন্টে ঢুকতে চলেছে ৫০ হাজার, ক্লিক করে জানুন বিস্তারিত

বেতন ক্রেডিট হওয়ার আগেই কেটে নেওয়া হয় পিএফ। ফলে বেতনে পড়ে কোপ। এবার সেই কোপেই সুবিধা দেবে EPFO (Employment Provident Fund Organization)PF কর্মীদের জন্য ৮.১৫ শতাংশ সুদ দেওয়ার ঘোষণা করেছিল মোদি সরকার। তবে করোনার কারণে কার্যত কর্মীদের ৮.১ % সুদ দেওয়া হচ্ছিলো। যেখানে কর্মীরা ৮.৫ শতাংশ সুদ পেয়ে অভ্যস্ত সেখানে এত কম সুদের পরিমাণ সত্যিই চিন্তায় ফেলেছিল কর্মীদের।

PF নিয়ে বড় সুখবর! একাউন্টে ঢুকতে চলেছে ৫০ হাজার, ক্লিক করে জানুন বিস্তারিত

তবে আর চিন্তা নেই এবার ৮.৫ শতাংশের পর ৮.১ শতাংশ এবং এরপর ৮.১৫ শতাংশ হারে সুদ দেবে ভারত সরকার। সেই সূত্র ধরেই কোনো কর্মচারীর পিএফ অ্যাকাউন্টে ৬ লক্ষ টাকা থাকলে তাঁকে সুদ মিলিয়ে মোট ৫০,০০০ টাকা পাঠানো হবে। আগামী ১৫ই জুনের মধ্যেই এই টাকা পাঠানোর ব্যবস্থা করা হবে।

PF নিয়ে বড় সুখবর! একাউন্টে ঢুকতে চলেছে ৫০ হাজার, ক্লিক করে জানুন বিস্তারিত

কিন্তু যাদের একাউন্টে কম টাকা জমেছে তারা কত করে পাবেন? উদাহরণ দিয়ে বলা যায়, যদি আপনার একাউন্টে ৫ লক্ষ টাকা জমে তাহলে আপনি ৪২,০০০ টাকা সুদ পাবেন। ঠিক একইভাবে আপনার পিএফ একাউন্টে জমানো অর্থ দিয়েই ঘরে বসে বের করতে পারবেন কত টাকা সুদ পাবেন আপনি। এই নতুন স্কিমের দরুণ উপকৃত হবেন প্রায় ৭ কোটি চাকরি প্রাপ্ত মানুষ। তবে শুধু সরকারি নয়, বেসরকারি কর্মীরাও চাকরি করলেই এই দারুণ সুযোগ পাবেন।