দেশের বৃহত্তম ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে দুর্দান্ত অফার! পাবেন ৭.৬০ হারে সুদ, ক্লিক করে জানুন বিস্তারিত

ফিক্সড ডিপোজিট (Fixed Diposit) করার চিন্তা ভাবনা করছেন বাংলা নবর্ষের শুরুতে? দেরি করবেন না এই বাংকে বর্তমানে ফিক্সড ডিপোজিটে ৭.৬০% হারে নতুন সুদ দিচ্ছে। ফিক্সড ডিপোজিটের উপর প্রায় সব ব্যাঙ্কই বাড়িয়েছে সুদের হার। সেই তালিকায় রয়েছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক। রেট বৃদ্ধি করার ফলে ইএমআই-র উপরে সুদের হার কিন্তু বৃদ্ধি পেয়েছে। সেই ব্যাংকের নতুন স্কিমে কার্যত ধরাসায়ী অন্যান্য সংস্থা গুলি।
ব্যাংক – স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank Of India)
স্কিমের নাম – অমৃত কলস (Amrita Kalash)
সুদের পরিমান – সাধারণ গ্রাহকরা ৭.১০ শতাংশ সুদ দেবেন। প্রবীণ নাগরিকদের ৭ .৬০ শতাংশ সুদ দেওয়া হবে।
স্কিমে সময়সীমা – ৪০০ দিনের জন্য অমৃত কলস স্কিমে আপনি আপনার টাকা রাখবেন।
শেষ তারিখ – এই স্কিমটি ৩১ মার্চ পর্যন্ত চালু থাকার কথা ছিল। তবে স্টেট ব্যাংক সেই স্কিম বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছে।
তবে জেনে রাখুন ৪০০ দিনের কম সময়ে যদি আপনি টাকা তুলতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে ৭.৬০% হারে সুদ পাবেন না। এই স্কিমে বিনিয়োগ করতে পারেন ব্যাঙ্কের শাখা /আইএনবি/ YONO অ্যাপের মাধ্যমে বাড়ি বসে ইনভেস্টমেন্ট করতে পারবেন।