Finance

Business Idea: হাতে চাকরি না থাকলে শুরু করুন সাবানের ব্যবসা, ব্যাঙ্কে ঢুকবে লাখ লাখ টাকা

ব্যবসা মানেই যে রিস্ক তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু ভাগ্য ক্রমে একবার ভালো শুরু হয়ে গেলে আর পিছন ফিরে তাকাতে হবে না।

Advertisement

বর্তমান সময়ে চাকরির ওভাবের কারণে বেশিরভাগ মানুষ ব্যবসার প্রতি ঝুঁকছেন। তবে ব্যবসা শুরু করার ক্ষেত্রেও কোন ব্যবসা শুরু করবেন তা নিয়ে দ্বন্দে থাকেন অনেকেই। ব্যবসা মানেই যে রিস্ক তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু ভাগ্য ক্রমে একবার ভালো শুরু হয়ে গেলে আর পিছন ফিরে তাকাতে হবে না। আজ আপনাদের হদিশ দেবো সাবান তৈরি এবং তারপর তা বিক্রির বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে।

Business Idea: হাতে চাকরি না থাকলে শুরু করুন সাবানের ব্যবসা, ব্যাঙ্কে ঢুকবে লাখ লাখ টাকা
Pic Source-Google

আমাদের ভারতে কোটি কোটি মানুষ প্রতিদিন ব্যবহার করেন সাবান। শুধুই রাসায়নিক সাবান নয় এখন ভেষজ সাবানের চাহিদাও আকাশছোঁয়া। যে কোনও ব্যবসা শুরুতেই আসে মূলধনের কথা। এই ব্যবসা শুরু করার জন্য আপনাকে ৭ লাখ টাকা বিনিয়োগ করতে হবে। ১ হাজার বর্গফুট জায়গার মধ্যে আপনাকে কারখানা ও তার মধ্যে সাবান তৈরীর এক্সট্রুডার মেশিন, মিক্সার মেশিন, ডাই, কাটিং মেশিন বসাতে হবে।

Business Idea: হাতে চাকরি না থাকলে শুরু করুন সাবানের ব্যবসা, ব্যাঙ্কে ঢুকবে লাখ লাখ টাকা

সাবান তৈরির কাঁচামাল আপনাকে বাজার থেকে কিনে আনতে হবে। প্রথমেই আপনাকে খেয়াল রাখতে হবে ব্র্যান্ডেড কিছু সাবান দীর্ঘদিন ধরে বাজারে রাজ করছে। হিন্দুস্তান ইউনিলিভার (Hindustan Unilever) মতো বড়ো কোম্পানির প্রচুর ধরণের সাবান আছে। কিন্তু আপনাকে প্রথমেই সোশ্যাল মিডিয়া, সংবাদপত্র, টিভি চ্যানেলে খুব ভালোভাবে বিজ্ঞাপন করতে হবে।

Business Idea: হাতে চাকরি না থাকলে শুরু করুন সাবানের ব্যবসা, ব্যাঙ্কে ঢুকবে লাখ লাখ টাকা
Pic Source-Google

শুরুতে ১০-১৫ শতাংশ লাভ করতে হবে আপনার। তবে পরবর্তীতে লাভের পরিমাণ ২৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে আপনার। ধরে রাখুন শুরুতে প্রতি মাসে ৩০-৫০ হাজার টাকার মধ্যে আয় হবে যা খুবই ভালো বলা যায়। তাই অবশ্যই আজ থেকেই এই ব্যবসা নিয়ে আপনি ভাবনা চিন্তা শুরু করতে পারেন।