Gold Price Today: রেকর্ড দরের থেকে ৬,২৫০ টাকা সস্তা সোনার দাম, জানুন আজকের বাজারদর

ইতিমধ্যেই আমরা বছরের শেষের দিকে চলে এসেছি। আর বর্তমানে চলছে বিয়ের মরসুম। আর এই বিয়ের মরসুম পড়তে না পড়তেই বেশ ভালোই ওঠানামা করছে সোনার দাম। গতকালও কিছুটা হলেও দাম বেড়েছিল হলুদ ধাতুর। তবে, আজ কি হল সেটাই জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই? ডিসেম্বর মাস মানেই বিয়ের মরসুম। আর বিয়ে মানেই সোনা (Gold Price) কেনার ধুম লেগে থাকে প্রতিটি বাড়িতে।
শুভ কাজে বলুন বা আশীর্বাদ পর্ব সারতে কম-বেশি সোনা তো সকলেরই লাগে। আর তাই মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সকলেই সোনা কিনতে ভিড় জমান দোকানগুলিতে। আর সেক্ষেত্রে সোনার দাম কম হলে মন্দ হয়না বৈকি। এরফলে যেমন মধ্যবিত্তের মুখে হাসি ফোটে তেমনই আবার সোনার কেনাকাটাও বেড়ে যায় খানিকটা। তবে, সপ্তাহের দ্বিতীয় দিনে এসে অপরিবর্তিত রইলো সোনার দাম। এমনকি দাম কমেছে রুপোতেও।
গুড রিটার্নসের আপডেট অনুযায়ী আজকের দিনে দাঁড়িয়ে কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৯, ৯৫০ টাকা। অন্যদিকে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৫৪, ৪৮০টাকা। তবে, সোনার দাম অপরিবর্তিত থাকলেও কমেছে রুপোর দাম। আজকের দিনে দাঁড়িয়ে কলকাতায় ১ কেজি রুপোর দাম ৭১,৩০০ টাকা। যা গতকালের তুলনায় ২,৭০০ টাকা কম।
এদিন অর্থাৎ মঙ্গলবার বিশ্ব বাজারে সামান্য বেড়েছে স্পট গোল্ডের দাম। যারফলে ১ ট্রয় আউন্স সোনার দাম হয়েছে ১,৮০৬.৪৬ মার্কিন ডলার। যা গতকাল ছিল ১,৭৯৮.৫৮ মার্কিন ডলার। প্রসঙ্গত, ২০২০ সালের আগস্ট মাসে ১০ গ্রাম সোনার দাম (Gold Price) ছিল ৫৬,২০০ টাকা(রেকর্ড দর)। এরপর নানান উত্থান-পতনের পর সোনার দাম ৫৬,০০০ টাকার স্তরে না পৌঁছালেও ৫০,০০০ এর গন্ডি পার করে গিয়েছিল। আর সেই জায়গায় দাঁড়িয়ে রেকর্ড দামের চেয়ে ৬,২৫০ টাকা কম সোনার দাম।