
অনেকেই আছেন যারা না খেটে টাকা ইনকাম করতে চায়। সেই জন্য লটারির টিকিট কাটেন কোটিপতি হবার চিন্তা নিয়ে। এমন প্রচুর মানুষ আছেন যারা অবশ্যই বিনা পরিশ্রমে প্রতিদিন কোটি কোটি টাকা পুরস্কার পাচ্ছেন। তবে মাত্র হাতে গোনা কিছু মানুষেরই ভাগ্য পরিবর্তন হয় এই খেলায়। লটারির টিকিট কাটার নির্দিষ্ট কিছু নিয়ম যদি মেনে চলতে পারেন তাহলে অবশ্যই আপনার ভাগ্য ফিরবে। তাই লটারি টিকিট কাটার আগে মেনে চলুন এই পাঁচটি সহজ টিপস।
- লটারির টিকিট কাটার আগে আপনাকে একটি আগের খেলা সম্পর্কে তথ্য জোগাড় করে নিতে হবে। ১৯৯৭ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত জেতা সব কটি লটারির সংখ্যার মধ্যে ১ সংখ্যাটি কমন। তাই আপনিও যখন লটারি কাটবেন সেই সংখ্যার মধ্যে যেন ১ সংখ্যাটি অবশ্যই থাকে।
- সংখ্যার মধ্যে যে সংখ্যাটি সবথেকে কম থাকবে সেই টিকিট আপনারা কাটবেন।
- সব সময় লটারির টিকিট কাটার সময় বিজোড় সংখ্যা অর্থাৎ ১,৩,৫,৭,৯ এই সংখ্যার উপরে জোড় দেবেন। কারণ দেখা গেছে বিজোড় সংখ্যায় সবথেকে বেশি পুরস্কার পাওয়া যায়।
- লটারির টিকিট কাটার সময় ৪-৫, ৬-৭, ৮-৯, ৩-৪-সংখ্যাগুলি জোড়ায় জোড়ায় ব্যবহার করুন।
- টিকিট নির্বাচনে সময় ৮ সংখ্যাটির আশেপাশের কোনো সংখ্যা কাটুন। ৭ কিংবা ৯। ঠিক একই ভাবে ২ সংখ্যার আগের ও পরের সংখ্যা নির্বাচন করবেন যেমন ১ কিংবা ৩।
ছাড়াও নিজের জন্ম তারিখ, কাছের মানুষের জন্ম তারিখ, শুভদিন দেখে লটারি কাটতে পারেন। কিন্তু মনে রাখবেন লটারির টিকিট কাটা সবসময়ই ঝুঁকি পূর্ণ। আর্থিক ক্ষতি হতে পারে। আমাদের প্রতিবেদন শুধুমাত্র তথ্য আপনাদের সামনে নিয়ে হাজির হচ্ছে। তাই সবদিক বিচার বিবেচনা করে তবেই লটারি কাটবেন।