×
Entertainment

‘দিদি নং ১’-এ সঞ্চালিকার ভূমিকায় দেখা যাবে এই অভিনেত্রীকে, তাহলে কি বাদ পড়লেন রচনা ব্যানার্জি!

রচনা ব্যানার্জী -র জনপ্রিয়তা সিনেমার থেকে টেলিভিশনে প্রচুর। কার্যত ৯ বছর ধরে একই ভাবে মহিলাদের উদ্দেশ্যে জি বাংলার পর্দায় দিদি নং ১ চলে আসছে। তবে একফোটাও কমেনি এই শোয়ের জনপ্রিয়তা। উপরন্ত প্রতি সিজনেই নতুন নতুন গেম ও গল্প নিয়ে মানুষের মন জয় করে নিতে সক্ষম রচনা ব্যানার্জী। তবে কি রচনা ব্যানার্জী এবার দিদি নং ১ থেকে বিরতি নিতে চলেছেন?

'দিদি নং ১'-এ সঞ্চালিকার ভূমিকায় দেখা যাবে এই অভিনেত্রীকে, তাহলে কি বাদ পড়লেন রচনা ব্যানার্জি! -

আজও বাংলার প্রতিটি ঘরে ঘরে বিকেল ৫ টা বাজলেই বাড়ির মহিলারা টিভির সামনে বসে পরেন ‘দিদি নাম্বার ওয়ান’ দেখতে। শুধুমাত্র বাংলা নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি বিদেশ থেকেও অনেকে এসে এই শোতে অংশ নেন। তবে অনেকেই মনে করেন এই শোয়ের টিআরপি মূল আকর্ষণ রচনা দি।

'দিদি নং ১'-এ সঞ্চালিকার ভূমিকায় দেখা যাবে এই অভিনেত্রীকে, তাহলে কি বাদ পড়লেন রচনা ব্যানার্জি! -

তাই যদি এই শোতে তিনি না থাকেন কতটা সফলতা পাবে তখন। তবে কি জি বাংলার এই জনপ্রিয় রিয়ালিটি শোতে আর দেখা যাবেনা রচনা বন্দ্যোপাধ্যায়কে? সাসপেন্স রেখে নয় বরং এবার সরাসরি ভেঙ্গে দেওয়া যাক। ওড়িয়া ভাষায় সম্প্রচারিত হতে চলেছে নতুন ‘দিদি নাম্বার ১’। হ্যাঁ বাংলার এই জনপ্রিয় শোয়ের আদলে তৈরী হচ্ছে ওডিয়ার দিদি নাম্বার ওয়ান।

'দিদি নং ১'-এ সঞ্চালিকার ভূমিকায় দেখা যাবে এই অভিনেত্রীকে, তাহলে কি বাদ পড়লেন রচনা ব্যানার্জি! -

জি নেটওয়ার্কের ওড়িয়া চ্যানেল হলো জি স্বার্থক। আর সেখানেই সম্প্রচারিত হবে নতুন শো। তবে রচনা ব্যানার্জী কোথাও যাচ্ছেন না। অনেকেই ভাবছিলেন তিনি আর থাকবেন না নতুন কেউ আসবে তাঁর জায়গায়। তবে না রচনা ব্যানার্জী কথাও যাচ্ছেন না। দুটি চ্যানেলে এবার জবরদস্ত টিআরপির লড়াই হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।