Entertainment

Phulki: জি বাংলায় আসছে নতুন সিরিয়াল ‘ফুলকি’, বন্ধের মুখে মিঠাই!

Advertisement
Advertisements

ফের একবার মিঠাই (Mithai) বন্ধের জল্পনা! সামনে এল ‛ফুলকি’-র ফার্স্ট লুক। কিছুদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল যে, নতুন সিরিয়ালের আগমনে মিঠাই নাকি বন্ধ হতে চলেছে। জি বাংলা প্রোডাকশনের তরফ থেকে নতুন সিরিয়াল আসছে। আর যার নাম ‛ফুলকি’ (Phulki)। মূলত বক্সিংকে কেন্দ্র করে গড়ে উঠবে এই ধারাবাহিক। কিন্তু এই সিরিয়ালে নায়ক-নায়িকার চরিত্রে কাদের দেখা যাবে জানেন কি?

Phulki: জি বাংলায় আসছে নতুন সিরিয়াল ‘ফুলকি', বন্ধের মুখে মিঠাই!

শোনা যাচ্ছে, নায়কের চরিত্রে দেখা মিলবে অভিনেতা সোমরাজ মাইতির। আর ওদিকে নায়িকার চরিত্রে নবাগতা নায়িকার। এর আগেই প্রোমোর একটি ছবি ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছিল গ্লাভস হাতে মাঠে দাঁড়িয়ে রয়েছে নায়ক। তবে, কবে এই সিরিয়াল পর্দায় আসবে তা যদিও জানা যায়নি। তবে, বেশিরভাগ মানুষের ধারণা ‛মিঠাই’ বন্ধ হয়েই নাকি আসবে এই সিরিয়াল।

Phulki: জি বাংলায় আসছে নতুন সিরিয়াল ‘ফুলকি', বন্ধের মুখে মিঠাই!

আর এই খবর চাউর হতেই রীতিমতো রেগে আগুন ‛সিধাই’ ফ্যানেরা। অনেকের মতেই নতুন ধারাবাহিক ফুলকির কপালে নাকি ২+ টিআরপিও জুটবে না। যদিও সেকথা বলবে সময়ই। কিন্তু ফুলকির এই গল্প কি নিয়ে তা জানেন কি? প্রোমো অনুযায়ী গল্পের নায়িকা বক্সিংয়ে টেক্কা দেয় ছেলেদের। কিন্তু তার রয়েছে হাঁপানির সমস্যা। কিন্তু তারপরেও সে এলাকার বক্সিং প্রতিযোগিতায় অংশ নেয় ১০ হাজার টাকার জন্য। আর সেটা পেলে সে তার মায়ের ডায়ালিসিস করাতে পারবে।

Phulki: জি বাংলায় আসছে নতুন সিরিয়াল ‘ফুলকি', বন্ধের মুখে মিঠাই!

তবে, নতুন ধারাবাহিক আসার খবরে খুশি নয় কেউই। বরং সকলেই মিঠাই বন্ধের গুঞ্জনে উদ্বিগ্ন। যদিও এর আগে মিঠাই ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাস জানিয়েছিলেন যে, ‛আপনাদের মতো আমিও শুনছি মিঠাই নাকি শেষ হচ্ছে। এক বছর ধরে আমি এটাই শুনছি। গত বছরও যখন মাঝে TRP একটু ডাউন ছিল, তখন আমাকে অনেকে এই একই প্রশ্ন করেছে। আমি তো চ্যানেলের কেউ নই, আমি পরিচালক। চ্যানেল যতক্ষণ না পর্যন্ত চ্যানেলের তরফে আমাকে জানানো হচ্ছে ততক্ষণ আমি কিছু জানি না। একটা কথা তো ঠিক, একটা সিরিয়াল শুরু হলে শেষ তো হবেই, তবে সেটা কবে হবে আমি জানি না’। এবার শুধু দেখার পালা আদতে কোথায় গিয়ে দাঁড়ায় মিঠাইয়ের ভাগ্য।