আসছে “Zee Bangla বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড 2023″, প্রোমো দেখে বেজায় খুশি দর্শকরা

বাংলার জনপ্রিয় একটি চ্যানেল হল ‛জি বাংলা’ (Zee Bangla)। যার ট্যাগলাইন ‘নতুন ছন্দে লিখব জীবন’। প্রতিদিন সন্ধ্যে হলেই জি বাংলার পর্দায় মানুষের বিনোদনের জন্য একেরপর এক সিরিয়াল আসে। একেবারে সন্ধ্যে থেকে রাত পর্যন্ত নেটিজেনরা বুঁদ হয়ে থাকেন সিরিয়ালের নেশায়। আর সেই সিরিয়ালের আর্টিস্টদের নিয়ে এবার আসতে চলেছে জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই প্রোমো।
সকলেই জানেন যে, প্রতিবছরই জি বাংলার পর্দায় এই শো অনুষ্ঠিত হয়। নাচে, গানে, আড্ডায়, কমেডিতে জমে ওঠে সন্ধ্যে। সারাবছর টিভির পর্দায় কাজ করার পর আর্টিস্টদের কাছেও এটা বিনোদনের একটি প্রধান জায়গা বলা যায়। আর তাইতো সকলে এক হয়ে গোটা সন্ধ্যেটা তারা উপভোগ করেন। এদিন থাকেনা কোনো টিআরপির লড়াই। থাকেনা কোনো রেষারেষি।
আর মঞ্চ থেকেই পাওয়া যাবে এইবছরের সেরা নায়ক, সেরা নায়িকা, সেরা খলনায়ক, সেরা খলনায়িকা, সেরা ভাই, বোন সহ আরও অন্যান্য সব অ্যাওয়ার্ড। তবে, সবচেয়ে বেশি আকর্ষণ থাকে সেরা পরিবার কে হবে সেই নিয়ে। প্রত্যেকের কাছেই প্রত্যেকের পরিবার সেরা। কিন্তু তার মধ্যেই সেরা কে সেটাই জানা যাবে এই মঞ্চ থেকে।
View this post on Instagram
এদিন প্রতিটি ধারাবাহিকের নায়ক-নায়িকাদের জুটি বেঁধে পারফরম্যান্স করতে দেখা যায়। শুধু তাই নয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত হন বড় বড় গায়ক-গায়িকারা। যাদের গানে মুগ্ধ হয় সকলেই। এখন শুধু অপেক্ষার পালা এবছর কারা পাচ্ছে কোন অ্যাওয়ার্ড। আর কতটাই বা জমজমাট হতে চলেছে এবারের জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড।