মাত্র ১০ মাসের মধ্যেই বন্ধ হতে চলেছে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’! মন খারাপ ভক্তদের

জি বাংলার (Zee Bangla) বেশ কিছু সিরিয়াল অল্প কয়েকদিনের মধ্যে শেষ হয়েছে। সেই তালিকায় নতুন সংযোজন ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। জানা গেছে ৩১ ডিসেম্বর শেষ পর্ব সম্প্রচারিত হবে। আসলে টিআরপি তালিকায় ছিল লক্ষ্মী কাকিমা। সেইজন্যই দর্শকদের একাংশ এটা শেষ হওয়া নিয়ে দুঃখ প্রকাশ করেছেন।
২০২২-এর ১৪ ফেব্রুয়ারি শুরু হয়েছিল এই সিরিয়াল। এটা নিয়ে অনেকের মনে অনেক প্রত্যাশা ছিল। আসলে জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) এই সিরিয়ালের মাধ্যমে অনেকদিন পরে ছোটপর্দায় এসেছিলেন। ১ বছরের আগেই এই সিরিয়াল শেষ হওয়ায় অনেকে আশাহত হয়েছেন। সিরিয়ালের গল্প সুন্দর এগোচ্ছিল, টিআরপি রেটিং ভালো ছিল। কিছুদিন আগেই প্রাইম টাইম থেকে সরিয়ে রাত ১০ টায় দেখানো হচ্ছিল এটা। হঠাৎ বন্ধ হওয়ার কারণ বুঝছেন না অনেকে।
অপরাজিতা এই প্রসঙ্গে জানান যে সিরিয়ালের প্রযোজক সুশান্ত দাসের সঙ্গে তাঁর এইরকম কথাই হয়েছিল যে এক বছরেই ধারাবাহিক শেষ হয়ে যাবে। অপরাজিতা ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’-এর গল্পের গতিপ্রকৃতি নিয়ে খুব খুশি ছিলেন না বলে জানা গেছে। তিনি মনে করেন এই গল্পের আরও অনেক দিক হতে পারত, আরও অনেক সম্ভাবনা ছিল এই গল্পের। তাহলে আরও বেশ কিছুদিন চলত এই সিরিয়াল। অপরাজিতা বলেন ’২৬ বছরের অভিজ্ঞতা আমার। লোকে জানে আমি কী করতে পারি। নতুন করে প্রমাণ করার কিছু নেই।’
এই সিরিয়ালের কাজ শেষ হলেও অপরাজিতা আঢ্যকে খুব শীঘ্রই বেশ কিছু সিনেমায় দেখা যাবে। কিছুদিন পরেই মুক্তি পাবে ‘দিলখুশ’ এবং তারপর আসবে ‘লাভ ম্যারেজ’।