শেষের পথে ‘মিঠাই’ ধারাবাহিক! প্রকাশ্যে এলো অন্তিম পর্বের তারিখ, মন খারাপ ভক্তদের

নতুনকে আসতে গেলে পুরোনোকে জায়গা ছাড়তে হবে একোনো নতুন বিষয় না। আর এবার তেমনটাই হয়তো হতে চলেছে মিঠাই (Mithai) ঘিরে। শোনা যাচ্ছে যে, চলতি মাসেই নাকি শেষ হতে চলেছে মিঠাই। আর সেই নিয়েই মনখারাপ ভক্তদের। গত দুবছর ধরে টিভির পর্দায় রমরমিয়ে চলছে মিঠাই ধারাবাহিক। একটা সময় টানা ৫৬ সপ্তাহ টিআরপি তালিকায় প্রথম স্থান জায়গা করে রেখেছিল এই ধারাবাহিক।
কিন্তু মাঝে খানিকটা স্রোতে ভাঁটা পড়লে প্রাইম টাইমের বদলে সন্ধ্যের স্লটে দেখানো হয় এই সিরিয়াল। কিন্তু তাতেও সমানভাবে মিঠাই ম্যাজিক অব্যহত। বেঙ্গল টপার না হলেও প্রথম দশে টিকিয়ে রেখেছে নিজেদের স্থান। দিন বদলেছে এমনকি বদল হয়েছে চরিত্রেরও। কিন্তু তবু মিঠাইয়ের জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি এতটুকুও। তবে, এবার মিঠাই প্রেমী দর্শকদের জন্য এলো দুঃসংবাদ।
অবশেষে সেই বন্ধের পথে হাঁটতে চলেছে ধারাবাহিক। বহুবারই এই জল্পনা উড়িয়ে দিয়েছেন ধারাবাহিকের কলাকুশলী থেকে পরিচালক। তবে, এবারে আর এই নিয়ে কোনো কিছুই শোনা যাচ্ছে না তাদের মুখে। যার ফলে অনেকেই মনে করছেন যে এই সিরিয়াল বন্ধের জল্পনায় তারা এবার শিলমোহর দিতে চলেছেন। ইন্টারনেট সূত্রে জানা গিয়েছে যে, আগামী ২৩ তারিখ শেষবারের মতো কিনা মিঠাই পর্দায় দেখা যাবে।
তাহলে মিঠাইয়ের জায়গায় কে আসতে চলেছে তাই ভাবছেন নিশ্চই? মনে করা হচ্ছে মিঠাইয়ের জায়গায় নাকি ‛ফুলকি’ আসবে। যদিও এখনও নতুন এই ধারাবাহিক সম্প্রচারের সময় জানা যায়নি। বক্সিং খেলাকেই কেন্দ্র করে গড়ে উঠবে এই সিরিয়াল। এখন শুধু অপেক্ষার পালা কবে আসবে এই ধারাবাহিক। আর কবেই বা বন্ধ হবে মিঠাই সিরিয়াল।