×
Entertainment

সুখবর! বন্ধ হচ্ছে না রচনার ‘দিদি নম্বর ১’, ব্যাপক খুশি দর্শকরা

জি বাংলার (Zee Bangla) বিভিন্ন নন ফিকশন শোর মধ্যে প্রতিযোগিতা তৈরি হচ্ছে। অনেক বছর ধরেই রচনা ব্যানার্জির (Rachana Banerjee) “দিদি নম্বর ওয়ান” এই চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠানগুলোর একটা। প্রায় প্রতি বাঙালি বাড়িতে সন্ধেবেলা এই শো চলে। কিছুদিন আগে একটা গুজব তৈরি হয়েছিল যে এই শো নাকি বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু সম্প্রতি জানা গেছে এটা ভুল কথা, “দিদি নম্বর ওয়ান” বন্ধ হচ্ছে না।

সুখবর! বন্ধ হচ্ছে না রচনার 'দিদি নম্বর ১', ব্যাপক খুশি দর্শকরা -

আসলে ইন্দ্রাণী হালদার (Indrani Halder) “ঘরে ঘরে জি বাংলা” নামে নতুন একটা রিয়ালিটি শো নিয়ে আসছেন। এই নতুন শো তেও আড্ডা এবং নানারকম খেলা থাকবে। কাজেই এটা “দিদি নম্বর ওয়ান”এর সঙ্গে প্রতিযোগিতা করবে বলে মনে করা হচ্ছে। অনেকে ভাবছিলেন বিকেল ৫ টায় রচনার শো কেই হয়ত রিপ্লেস করবে এই শো।

সুখবর! বন্ধ হচ্ছে না রচনার 'দিদি নম্বর ১', ব্যাপক খুশি দর্শকরা -

সম্প্রতি জানা গেছে দুটো শো কিছুটা আগে পরে দেখানো হবে। বিকেল ৪.৩০ থেকে ৫.০০ টা পর্যন্ত যেখানে নতুন শো ‘ঘরে ঘরে জি-বাংলা’ সম্প্রসারিত করা হবে সেখানে “দিদি নম্বর ওয়ান” আগের মতোই ৫ টা থেকে দেখানো হবে জি বাংলার পর্দায়।

সুখবর! বন্ধ হচ্ছে না রচনার 'দিদি নম্বর ১', ব্যাপক খুশি দর্শকরা -

এই অবস্থায় জি বাংলার অন্য জনপ্রিয় শো রান্নাঘর কি বন্ধ হয়ে যাবে? সেবিষয়ে কিছু জানা যায়নি। আসলে রান্নাঘরের সঞ্চালিকা সুদীপাকে নিয়ে কিছুদিন আগে একটা বিতর্ক তৈরি হয়েছিল। তারই জেরে কি এই শোর জনপ্রিয়তা কমেছে? এইসব ভেবেই কি চ্যানেল এই শো বন্ধ করে দিচ্ছে? নাকি অন্য সময়ে সরিয়ে দেওয়া হবে এই শো কে? কিছুদিনের মধ্যেই নিশ্চয়ই উত্তর জানা যাবে।