খুবই কষ্টে আছে রাজপুত্র ইউভান, নেটিজেনদের থেকে সমাধান চাইল শুভশ্রীর একরত্তি সন্তান
বাংলা চলচ্চিত্র জগতে অতি জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। অভিনয়ের মাধ্যমে তিনি জয় করে নিয়েছেন সকলের মন। ১৯৮৯ সালের ৩ নভেম্বর বর্ধমান জেলায় তার জন্ম হয়। তিনি খুবই সাধারণ পরিবারে জন্মেছিলেন। কিন্তু তাঁর অভিনয় সত্তাকে কাজে লাগিয়ে তিনি আজ টলিউডের ১ নম্বর নায়িকাদের তালিকায় একজন হয়ে উঠেছেন।
এরপর ২০১৮ সালে সফল পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। সম্প্রতি তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। আর সেই পুত্রকে নিয়েই এখন মেতে আছেন রাজশ্রী।
১১ সেপ্টেম্বর থেকে অভিনেত্রী তথা রাজ ঘরণীর আরও একটি পরিচয় হয়েছে। আর সেটি হল ‘মা’। শব্দটা খুবই ছোট। কিন্তু এর দায়িত্ব , কর্তব্য এর পরিধি অনেক বড়। প্রসবের যন্ত্রনা নিমেষে ভুলেই ছোট্ট ইউভানের মা হয়ে উঠেছিলেন টলিউডের প্রথম সারির অভিনেত্রী শুভশ্রী।
তাঁদের সন্তান ইউভানের জন্মের পর থেকে তাকে ছাড়া খুব একটি বেশি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেনা রাজ-শুভশ্রী। তাঁদের সন্তান বড় হওয়ায় প্রত্যেকটি মুহূর্ত তাঁরা উপভোগ করছেন। সম্প্রতি রাজ ঘরণী একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
সম্প্রতি রাজ একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। যেখানে ইউভান এর একটি ছবি পোস্ট করে ইউভনের হয়েই রাজ লিখেছেন যে, তোমরা কি জানো কবে করোনায় ভ্যাকসিন বেরোবে? আমি বাড়িতে থেকে বোর হয়ে যাচ্ছি। আমি কোথাও বেরোতে পারছি না। তাঁরা আমার সাইজ এর মাস্ক বানাতে পারছে না। আমি কি করবো?
সত্যিই সব বাচ্চার বোধহয় এমনটাই অবস্থা। তাঁরা মুখে বলতে পারে না। কিন্তু তাদের সবার প্রতিনিধি হয়ে রাজ সেকথাই বলছে। সম্প্রতি ইউভানের এই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।