Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
EntertainmentVideoViral Video

Yuvaan: বিদেশি বান্ধবীর ঠোঁটে ঠোঁট দিয়ে চুম্বন রাজশ্রী পুত্র ইউভানের, মিষ্টি ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা

Yuvaan Video ইউভানের মিষ্টি ভিডিও মন কাড়লো নেটিজেনদের। বর্তমানে ছুটির মুডে তারকা দম্পতি রাজ-শুভশ্রী সহ তাদের ছোট্ট সিম্বা ইউভান। কাজের জগৎ থেকে সাময়িক বিরতি নিয়ে তারা পৌঁছে গিয়েছেন জ্যামাইকা। আর সেখানে সপরিবারে মিলে চুটিয়ে ছুটি উপভোগ করছেন। আর সেইসব ছবি উঠে আসছে নেট মাধ্যমে। সম্প্রতি কমলা বিকিনিতে শুভশ্রীর লুকও নজর কেড়েছিল নেটিজেনদের।

সঙ্গে মন ভালো করে দেওয়ার জন্য ইউভান তো রয়েছেই। তবে, সম্প্রতি রাজ নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে ইউভানের একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছেন। যা দেখে রীতিমতো মন ভালো হয়ে যাবে সকলের। ভিডিওতে দেখা যাচ্ছে যে রাজ, শুভশ্রী ও ইউভান তিনজন একটি রেস্তোরাঁয় বসে আছেন। সেখানেই জ্যামাইকারই একটি বাচ্চা মেয়ে ইউভানকে দেখে এগিয়ে আসে। খুবই কম সময়ের মধ্যে তাদের মধ্যে একটি বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে।

 

View this post on Instagram

 

A post shared by Raj Chakrabarty 🇮🇳 (@rajchoco)

কখনও একে অপরের দিকে হাত বাড়িয়ে হাত মেলায় দুই খুদে। আবার কখনও বাচ্চা মেয়েটির গালে চুমু এঁকে দেয় ছোট্ট ইউভান। কখনও আবার একে অপরকে দেখে হাসে। কখনও আবার দূরে সরে যাচ্ছে। তারা যে কি করছে কেবলমাত্র তারাই জানে। তাদের বিষয় বোঝা বেশ মুশকিল। সম্প্রতি ইউভানের এই ভিডিও প্রকাশ্যে আসতেই ভালোবাসার বন্যায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। সকলেই ভেসে গিয়েছেন এই দুই খুদের সরলতায়। ইউভানের (Yuvaan) এই মিষ্টি ভিডিওই ঝড়ের গতিতে ভাইরাল (Viral) হয়েছে নেট মাধ্যমে।