Entertainment

Yuvaan: খেলাধূলার দিন শেষ! আড়াই বছর বয়সেই পিঠে ব্যাগ নিয়ে স্কুলে চললো রাজশ্রী পুত্র ইউভান

Advertisement
Advertisements

অবশেষে বড় স্কুলে যাওয়ার দিন এল ইউভানের (Yuvaan Chakraborty)! ছবি শেয়ার করলেন মা শুভশ্রী। টলিপাড়ার স্টার কিড (Star Kid) হলেন ইউভান। শুধু বাবা-মা নয় নেটিজেনদেরও বড্ড আদরের সে। আর হবে নাই কেন? তার মিষ্টি আদুরে আচরণে মুগ্ধ হয় সকলেই। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর শুভশ্রীর (Subhashree Ganguly) কোল আলো করে আসেন তার প্রথম সন্তান। আর তারপর থেকেই তার জনপ্রিয়তার শুরু।

এই বয়সের তার নামে যে কটা ফ্যান ক্লাব তৈরি হয়ে গেছে তার কোনো হিসেব নেই। তাঁর নানান কীর্তিকলাপের ছবি ও ভিডিও রাজ (Raj Chakraborty) অথবা শুভশ্রী (Subhashree Ganguly) মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করেন। এমনকি সকলে রীতিমতো মুখিয়েও থাকেন ছোট্ট সিম্বার দুস্টুমি দেখার জন্য। রাজ-শুভশ্রী (Raj-Subhashree) কেউই ইউভানকে (Yuvaan) বিশেষ প্রয়োজন ছাড়া কাছ ছাড়া করেননা। সবসময়ই তাঁকে হাসি, আনন্দ, মজা, আদর দিয়ে ভরিয়ে রেখেছেন।

আর এবার সেই ইউভানের (Yuvaan) জীবনেই এলো বিশেষ একটি দিন। আর তারই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মা শুভশ্রী। সঙ্গে ক্যাপশনে লিখেছেন যে, ‛প্রথম দিন বড় স্কুলে। অভিনন্দন আমার ভালোবাসা’। কিছুদিন আগেই ছোট স্কুলের গন্ডি পেরিয়েছিল ইউভান (Yuvaan)। তখনও তার গ্রাজুয়েশন ডে-র ছবি সোশ্যাল মিডিয়ায় (Social Media) শেয়ার করেছিলেন শুভশ্রী। আর এবার এলো তার বড় স্কুলে যাওয়ার দিন।

Yuvaan Going To School Picture Shared By Subhashree Ganguly

এদিন লাল জামা, নীল জিন্সের প্যান্ট পায়ে কালো জুতো ও পিঠে ব্যাগ নিয়ে ইউভান চললেন স্কুলে। জলের বোতল হাতে তাকে স্কুলে এগিয়ে দিতে হাজির শুভশ্রীও। এদিন কালো টপ, প্যান্ট, স্নিকার্স সহ রোদ চশমায় একেবারে নো মেকআপ লুকে ধরা দিয়েছিলেন নায়িকা। আর এই ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা কমেন্টের বন্যায় ভরিয়েছেন কমেন্টবক্স।

Yuvaan: খেলাধূলার দিন শেষ! আড়াই বছর বয়সেই পিঠে ব্যাগ নিয়ে স্কুলে চললো রাজশ্রী পুত্র ইউভান

কেউ ইউভানের আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। কেউ লিখেছেন ‛খুব ভালো থাকো’। আবার কেউ ইউভানের স্বাস্থ্যের উন্নতি কামনা করেছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) ইউভানের ছবি।