ছেলে ইউভানকে নিয়ে চিড়িয়াখানায় শুভশ্রী, ভাইরাল মা ছেলের মিষ্টি মুহূর্তের ভিডিও

শীত তো পরেই গিয়েছে। আর শীতকাল মানেই হল পিকনিক, এদিক সেদিক ঘুরে বেড়ানো সঙ্গে খাওয়া দাওয়া তো রয়েছেই। আর কলকাতার মানুষজনের কাছে শীতের দ্রস্টব্য স্থান গুলির মধ্যে একটি হল চিড়িয়াখানা। আর এবার ছেলেকে নিয়ে সেই চিড়িয়াখানা ভ্রমণেই গেলেন অভিনেত্রী শুভশ্রী। বছর দুয়েক আগে মাতৃত্বের স্বাদ পেয়েছিলেন টলিউডের প্রথম সারির অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly)।
রাজ-শুভশ্রীর (Raj-Subhashree) কোল আলো করে এসেছিল তাদের সন্তান ইউভান। ছোট্ট সিম্বাকে নিয়ে ভালোই সময় কাটছে এই তারকা দম্পতির। দুজনেই নিজেদের কেরিয়ারে বেজায় ব্যস্ত। তবে, তারপরেও কাজের ফাঁকেও তারা পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করেন। শুধু তাই নয় হুটহাট ছেলেকে নিয়ে ঘুরতেও বেরিয়ে পড়েন। আর এবার এই শীতের মরসুমে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লেন পশু-পাখি দেখাতে।
শুভশ্রী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেই শেয়ার করেছেন এই ভিডিও। যেখানে বাসের মধ্যে মা ছেলের কথোপকথন দেখা যাচ্ছে। আদুরে গলায় ইউভান বলছে জু ফরেস্ট। ছেলের ভুল শুধরে দিয়ে শুভশ্রী আবার বলছেন ফরেস্ট নয় জু। এরপর একে একে বাঘ, হাতি সকলের সঙ্গে ছেলেকে পরিচয় করায় অভিনেত্রী। নিজের চোখের সামনে চারপেয়ে জন্তুদের দেখে আনন্দে আত্মহারা ইউভান।
View this post on Instagram
শুধু এটুকুই নয় এদিন বাকি পাঁচটা সাধারণ মানুষের মতো মাঠের মধ্যে চাদর পেতে ইউভানকে নিয়ে খাওয়া দাওয়াও করতে দেখা যায় অভিনেত্রীকে। তার পরণে রয়েছে টি-শার্ট ও ফুল প্যান্ট। আর ইউভানের পরনেও রয়েছে টি-শার্ট ও প্যান্ট। সবমিলিয়ে এদিন দুর্দান্ত মুহূর্তের সাক্ষী থেকেছেন মা-ছেলে সহ নেটিজেনরা। ভিডিও দেখা মাত্রই অনুরাগীরা প্রশংসায় ভরিয়েছেন কমেন্ট বক্স। আবার কেউ শুভশ্রীর ইউভানের সঙ্গে ইংরেজিতে কথা বলা নিয়ে কটাক্ষ করতেও দুবার ভাবেননি।