Entertainment

আপনার মা দীপার একটা মেয়েকে নিয়ে গেছিলেন, সূর্যকে জানালো ডাক্তার! জানুন আসল ব্যাপারটা

Advertisement

অবশেষে ডাক্তারের কাছ থেকে জীবনের চরম সত্যি জানলো সূর্য! সোনা ও রূপা যে দুজনেই তার ও দীপার সন্তান তা এবার প্রমান হল। যদিও সূর্য এখনও দ্বন্ধে। ফের একবার টানটান পর্বের মুখে ‛অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক। প্রকাশ্যে সিরিয়ালের নতুন ভিডিও ক্লিপ। ৮.৫ রেটিং নিয়ে বেঙ্গল টপার হয়েছে এই সিরিয়াল। বছরের পর বছর ধরে সূর্য-দীপার মধ্যে ভুল বোঝাবুঝি হয়েই চলেছে। যা এখনও বহমান। আর এই সবকিছুর মূলে রয়েছে মিশকা।

আর তারই মাঝে চরম এক সত্যি জেনেছে দীপা। হাসপাতালে গিয়ে দীপা জানতে পেরেছে যে, সেই রাতে সে যমজ সন্তানের জন্ম দিয়েছিল। আর এই কথা শুনে তো মাথায় হাত তার। কেননা তার কাছে তার একটাই সন্তান রয়েছে। আর তারপরই সে নিজের আরেক মেয়েকে খুঁজে বের করার জন্য মরিয়া হয়ে ওঠে। যেহেতু সেদিন তার ডেলিভারির সময় তার শাশুড়ি অর্থাৎ লাবণ্য সেন সেখানে ছিল তাই সে তার মুখোমুখি হয়।

এমনকি বলেই বসে যে, সোনার জন্য সে টান অনুভব করে। এমনকি সোনাও তাকে মায়ের মতো ভালোবাসে। তাহলে কি সোনাই তার মেয়ে? এই প্রশ্ন করে লাবণ্য সেনকে। অবশেষে দীপার কাছে সত্যি কথা বলতে বাধ্য হয় লাবণ্য সেন। এমনকি তার এই কাজের জন্য ক্ষমাও চায় দীপার কাছে। কিন্তু আচমকাই এসব কথা শুনে ফেলে সূর্য। কিন্তু সে কিছুতেই বিশ্বাস করতে চায়না এসব। আর তারপরই দীপা সূর্যকে নিয়ে হাসপাতালে যায়।

যে ডাক্তার দীপাকে তার যমজ সন্তানের কথা জানিয়েছিল তার কাছেই নিয়ে যায় সূর্যকে। এরপর ওই ডাক্তার সমস্ত সত্যি খুলে বলে সূর্যকে। এমনকি জানায় সেদিন রাতে দীপা যমজ সন্তানের জন্ম দিয়েছিল। আর সেখান থেকেই একজনকে তার মা লাবণ্য সেন নিয়েও গিয়েছিল। একথা শুনে তো সূর্য একেবারে ভেঙে পরে। কিন্তু সে কোনোভাবেই মানতে পারে না যে, সোনা-রূপা তার ও দীপার সন্তান। তাহলে আগামী দিনে সূর্য, দীপা সহ তার দুই সন্তানকে স্বীকার করে নেয় নাকি সেটাই এখন দেখার।

আপনার মা দীপার একটা মেয়েকে নিয়ে গেছিলেন, সূর্যকে জানালো ডাক্তার! জানুন আসল ব্যাপারটা

যদিও এই ভিডিও ক্লিপটি কোনো চ্যানেলের অফিসিয়াল পেজের তরফ থেকে শেয়ার করা হয়নি। এটি একটি ইউটিউব চ্যানেলের তরফ থেকে শেয়ার করা হয়েছে। তবে, আগামী দিনে কি হবে ধারাবাহিকে সেটার অপেক্ষায় অনুরাগীরা।