×
Entertainment

Prosenjit-Debashree: বিয়ের ৩ বছরের মধ্যেই বিচ্ছেদ, প্রসেনজিৎ ও দেবশ্রীর ডিভোর্সের কারণ জানলে চমকে যাবেন

বাংলা চলচ্চিত্র জগতের প্রথম সারির দুই নক্ষত্র হলেন প্রসেনজিৎ চ্যাটার্জি (Prosenjit Chatterjee) ও দেবশ্রী রায় (Debashree Roy)। তাদের নিয়ে আশা করি নতুন করে বলার কিছু নেই। এমনকি তাদের মধ্যেকার সম্পর্কের কথাও কারোর অজানা নয়। তবে, সেসব এখন অতীত। বহুবছর পেরিয়ে গিয়েছে। কিন্তু তা সত্ত্বেও বারংবার উঠে আসে তাদের বিচ্ছেদের কথা। ঠিক কি কারণে তাদের বিচ্ছেদ হয়েছিল তা জানতে আজও বেশ আগ্রহী নেটিজেনরা।

Prosenjit-Debashree: বিয়ের ৩ বছরের মধ্যেই বিচ্ছেদ, প্রসেনজিৎ ও দেবশ্রীর ডিভোর্সের কারণ জানলে চমকে যাবেন -

বন্ধুত্ব দিয়েই একে অপরের মধ্যে সম্পর্কের সূত্রপাত। এরপর তারা সহকর্মী হন। তারপর ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। অবশেষে ১৯৯২ সালে দেবশ্রী ও প্রসেনজিৎ সাতপাকে বাঁধা পড়েন। যদিও তাদের এই সংসার দীর্ঘস্থায়ী হয়নি। বছর তিনেকের মধ্যেই ভেঙে যায় সাজানো সংসার। আলাদা হয় দুজন। কিন্তু ঠিক কি কারণে তাদের মধ্যে বিচ্ছেদ হয়েছিল তা নিয়ে নানান কারণ শোনা গিয়েছে।

 

জানা গিয়েছিল যে, সেই সময় ‛উনিশে এপ্রিল’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন দেবশ্রী (Debashree Roy)। সেই ছবিতে প্রসেনজিৎ ও অপর্ণা রায়ও ছিল। আর সেই থেকেই অভিনেত্রীর উপর হিংসে জন্মেছিল প্রসেনজিতের। এমনকি এও শোনা গিয়েছিল যে, বিয়ের পর ক্রিকেটার সন্দীপ পাতিলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন দেবশ্রী। তাছাড়া টলিপাড়ায় গুঞ্জন শোনা গিয়েছিল যে, বিয়ের পর দেবশ্রীকে নাকি অভিনয় ছেড়ে দিতে বলেছিলেন প্রসেনজিৎ। যা কোনোভাবেই মানতে নারাজ ছিলেন অভিনেত্রী।

Prosenjit-Debashree: বিয়ের ৩ বছরের মধ্যেই বিচ্ছেদ, প্রসেনজিৎ ও দেবশ্রীর ডিভোর্সের কারণ জানলে চমকে যাবেন -

যদিও আসল কারণ কি ছিল তা আজও জানা যায়নি। তাদের বিচ্ছেদের পর প্রসেনজিৎ বলুন বা দেবশ্রী কেউই কোনোদিন মিডিয়ার সামনে কখনও মুখ খোলেননি। বরং দুজনকে একে অপরের সম্পর্কে প্রশ্ন করা হলে তারা এড়িয়েই গিয়েছেন। এমনকি একবার তো দেবশ্রী রেগেই গিয়েছিলেন তাকে প্রসেনজিৎ প্রসঙ্গে প্রশ্ন করার কারণে।

তবে, দেবশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর ১৯৯৭ সালে অপর্ণা গুহ ঠাকুরতার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন প্রসেনজিৎ। যদিও সেই বিয়েও টেকেনি। ২০০২ সালে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। এরপর সেই বছরই অভিনেত্রী অর্পিতা চ্যাটার্জির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন অভিনেতা। আর তারপর থেকে এতগুলো বছর তারা সুখেই সংসার করছেন। তাদের একটি ছেলেও আছে। তার নাম তৃষানজিৎ চ্যাটার্জি।