Entertainment
ঠোঁটে ঠোঁট রেখে প্রেম নিবেবেন, ভাইরাল নেহা- রোহনপ্রীতের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি
বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কিছুদিন আগে রোহনপ্রীতের সাথে সাতপাকে বাঁধা পড়েছে । করোনা মহামারীর মধ্যে ও দুজনেই শিখ রীতি মেনে গুরুদ্বারে সম্পন্ন করেন তাঁদের বিয়ে। মোট সাতদিন ধরে তাদের বিয়ে হয়।
মূল বিয়ে গুরুদ্বারে হলেও, দিল্লির এক পাঁচতারা হোটেলে বসেছিল তাঁদের মেহেন্দি, সঙ্গীত, জয়মালা, এবং সাত ফেরে অনুষ্ঠান। কখনো লাল লেহেঙ্গা তো কখনো পিঙ্ক লেহেঙ্গা তো কখনো সাদা লেহেঙ্গা। বিভিন্ন অনুষ্ঠানে ভিন্ন ভিন্ন লুকে সকলের সামনে ধরা দিয়েছিলেন কনে।
রিসেপশনে গোলাপি লেহেঙ্গায় অসাধারণ লাগছিলেন নেহাকে। রিসেপশনে একেবারে স্বামীর ঠোঁটে ঠোঁট রেখে প্রেম নিবেদন করেন নেহা। আবেগঘন মুহূর্তে বন্ধ চোখ। আর এই ছবি সোশ্যাল মিডিয়া তে পোস্ট হতেই, নিমেষে ভাইরাল হয়েছে। বন্যা বয়ে যায় শুভেচ্ছা বার্তার।