Nusrat Jahan: সিকুইন ব্রালেট থেকে কালো মিডি স্কার্ট, নুসরতের এই ৪ লুক দেখে প্রেমে পড়ে যাবেন

Nusrat Jahan Top 4 Looks: বাংলা চলচ্চিত্র জগতের প্রথম সারির একজন অভিনেত্রী হলেন নুসরত জাহান (Nusrat Jahan)। অভিনয়ের কারণে তিনি যতটা না জনপ্রিয় তার চেয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে তিনি বারংবার সংবাদের শিরোনামে উঠে আসেন। পাশাপাশি তার লুকও নজর কাড়ে ভক্তদের। এককথায় নুসরত হলেন টলিউডের (Tollywood) ফ্যাশানিস্তা। আজ আপনাদের সঙ্গে নুসরতের এমন চারটি লুক শেয়ার করবো যা দেখলে চোখ কপালে উঠবে আপনারও।
শুধু তাই নয় নুসরতের এই লুক দেখে কিন্তু আপনিও কিছু ফ্যাশান টিপস নিতে পারেন। চলুন তবে দেখে নেওয়া যাক লুক গুলি।
সিকয়েন্সের ব্রালেটে ঈশানের হট মাম্মা নুসরত:
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ায় পাশাপাশি বিভিন্ন অ্যাওয়ার্ড শোয়ের মঞ্চেও পারফর্ম করতে দেখা যায় নুসরতকে। আর তেমনই এক শোয়ের মঞ্চে এই আউটফিটটি বেছে নিয়েছিলেন অভিনেত্রী। যেখানে তার পরণে রয়েছে নুডল স্ট্র্যাপ সিকোয়েন্সের ব্রালেট ও ট্রাউজার। সঙ্গে পরেছিলেন ব্লেজার। এই গোটা লুকে তাকে দেখতে অসাধারণ লাগছিল।
কালো মিডি স্কার্টে ব্ল্যাক বিউটি নুসরত:
View this post on Instagram
কালো রঙের ক্রপড টপ ও থাই স্লিট স্কার্টে নিজেকে অপরূপ লুকে মেলে ধরেছিলেন নুসরত। সঙ্গে পরেছিলেন স্টোনের কানের। ক্রপড টপে নুসরতের টোন যেমন হাইলাইট হয়েছে তেমনই স্কার্টে তার কার্ভলাইন বেশ প্রশংসা কুড়িয়েছে। এই পোশাকে তাকে পা ফ্লন্ট করতে দেখা গিয়েছে।
ডেনিম পোশাকে ফ্যাশানিস্তা নুসরত:
View this post on Instagram
নুসরতের পরণে রয়েছে কালো রঙের ব্রালেট। সঙ্গে তিনি ডেনিম শার্ট পরেছেন। ছোট ছোট ডিটেলিং লুকটিকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। ‘ডেনিম দর্জি’ ক্লোদিং ব্র্যান্ড থেকে নুসরত এই পোশাকটি নিয়েছেন। সঙ্গে পরেছেন ওভারসাইজড জ্যাকেট। যার উপরে রয়েছে সার্কেল থ্রিডি মোটিফ। এমনকি জ্যাকেটে রয়েছে ড্রামাটিক ছোঁয়া। এছাড়াও পরেছেন ধূসর রঙের ট্রাউজার। তার উপরেও রয়েছে সার্কেল ডিটেলিং।
সমুদ্রতটে জলপরী নুসরত:
View this post on Instagram
নুসরতের এই লুকের কথা না বললেই নয়। সমুদ্রতটে রঙিন বিকিনি ব্রা ও স্যারংয়ে একেবারে জলপরীর লুকে ধরা দিয়েছিলেন নুসরত। অফসোল্ডার লো-কাট নেকলাইনের এই ড্রেসটিতে নুসরতকে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল।
তাহলে দেখলেন নুসরতের চারটি সেরা লুক। এরমধ্যে আপনার কোনটি পছন্দ বলুন তো?